আজ একটা পত্রিকার প্রধান শিরোনামে দেখলাম লেখা আছে, "ইয়াবার ভয়ঙ্কর বিস্তার" লেখাটা দেখে একপ্রকার মুচকি হাসিই দিলাম!
একটা সময় ছিল যখন এই ট্যাবলেটটার নাম শুনলেই মানুষ ভয়পেত! আর এখন এটার নাম শুনলে আমার মত অনেকেই অট্টহাসিতে ফেটে পরে কারন হিসেবে বলতে পারি এটার সহজ লভ্যতা আর ব্যাপক বিস্তার! অথচ এই একটা জিনিসই গত কয়েক বছর আগেও ছিল উচ্চবিত্তদের সীমাবদ্ধ কারন হিসেবে বলতে পারি এর আকাশচুম্বী মূল্যমান! কিন্তু এই জিনিসটা এতো সহজলভ্য হল কিভাবে? কিভাবে এই জিনিসটার বিস্তার সাধারণ অজপাড়া-গা পর্যন্ত পৌছে গেল?
আমার এই প্রশ্নগুলো পড়ে আপনি হাসতেও পারেন! কিন্তু যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে জান তাহলে আপনার গা শিউরে উঠতেই পারে! আর এটাই স্বাভাবিক! কেননা....... নাহ থাক ব্যপারটা আপনি নিজেই ভাবুন(!)
আপনি প্রস্তুত থাকুন, হয়তোবা আপনার বন্ধুও আপনাকে ফোনকরে বলতে পারে, "দোস্ত, দুইটা জিনিস আসিলো তর কাসে গালানের জায়গা আসে(?)"
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪