সেদিন সকালে আমার কর্মস্থলে যাচ্ছিলাম
রাস্তায় জ্যামের কারনে অনেকটা সময়
মগবাজারের একই জায়গাতে আটকে ছিলাম
হঠাৎ দেখি একটা যুবক বয়সী ছেলে জ্যামে
আটকে থাকা গাড়িগুলোর দিকে তাকিয়ে
বলছে, "সবাই বলে আমি পাগল, কিন্তু না....!
আমি পাগল না! পাগলতো তাকে বলে যে
আসলেই পাগল, যে কিচ্ছু বুঝেনা, যে অন্যের
জিনিসও নিজের নিজের বলে দাবি করে!
কিন্তু আমি আসলেই পাগল না, আমি সব কিছু
বুঝি, আমি অন্যের জিনিসকে নিজের বলে
দাবি করিনা"! (তখন একটা প্রাইভেট কারের
দিকে ইশারা করে বলছিল) "এই গাড়িটা
আমার না কারন এইটার নামইতো "car" যেই
জিনিসটার নামই "কার" সেইটা আবার আমার
হয় কিভাবে? আরে এইটাতো কারোই না!
ক্ষণস্থায়ী জীবনে আবার একটা জিনিস
নিজের হয় কিভাবে?
ছেলেটা একটা পার্টি শার্ট আর একটা ছোট
প্যান্ট পরা ছিলো গলা কিছু পুরানো তার ও
বোতল ঝোলানো ছিলো!
তখন আমি আমার পাশে থাকা একজনকে
বলছিলাম "ভাই লোকটার কথায় কিন্তু যুক্তি
আছে" অবশ্য আরেকজন বলছিল "আরে ভাই
লোকটা পাগল"
কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, একটা পাগল যদি
বাস্তবতাটা বুঝতে পারে তাহলে, আমরা
যারা বাস্তবাতাকে বুঝিনা বা বুঝতে চাই
না তারা কি এই পাগলটার চেয়েও অধম হয়ে
গেলাম না(?)
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪