বুঝেছিলাম হয়ত ওখানে থাকা হবে না।
তাইতো রাখালের শৈশব-সাধ আকন্ঠ মিটেছে।
এখনও স্মৃতিকে তাড়ায়;
সন্ধ্যে নামার একটু আগে
গোচারন ভুমিতে খুটি মারা আবালের
খোড়া খুটি তুলে তিরিং বেরিং দৌড়-ঝাপ--
কোমল হাতে তাকে কি আর রোখা যায়!
মেজাজি গরুর খাটো সেই শিং
বন্ধ চোখের সেই ক্রোধের প্রকাশ
অবয়বে ভেসে ওঠে সেই খলিল চাচা
প্রশ্নের বিপরীতে ওল্টো-পাল্টা বলা।
ওমন কথাগুলোম আর সোনা হবে না,
কারন বন্দি সংস্কৃতি আর বয়স বোবা করে গেছে
অমন তিড়িং বিড়িং নাচ আর দেখা হবে না
কারন ওর শৈশব ফুরিয়ে গেল,
এমন কাজ আর পাওয়া যাবে না
কারন ওমন কাজ তাকে অব্যাহতি দিলো।
তাতে কি'ই বা আর হলো
ওসব কেউতো আ চায় না
মা-মাটি-মানুষ, নিস্ফলা সবুজ
ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে সব সব।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৮