বন্দি সংস্কৃতি
বুঝেছিলাম হয়ত ওখানে থাকা হবে না।
তাইতো রাখালের শৈশব-সাধ আকন্ঠ মিটেছে।
এখনও স্মৃতিকে তাড়ায়;
সন্ধ্যে নামার একটু আগে
গোচারন ভুমিতে খুটি মারা আবালের
খোড়া খুটি তুলে তিরিং বেরিং দৌড়-ঝাপ--
কোমল হাতে তাকে কি আর রোখা যায়!
মেজাজি গরুর খাটো সেই শিং
বন্ধ চোখের সেই ক্রোধের প্রকাশ
অবয়বে ভেসে ওঠে সেই খলিল চাচা
প্রশ্নের বিপরীতে ওল্টো-পাল্টা বলা।
ওমন কথাগুলোম আর... বাকিটুকু পড়ুন