তোমাকে ভালোবাসতে আমি আমার সমুদয় অর্থ,
ব্যাক্তিত্বের সব সমগ্রিক চরিত্র এমনকি জীবন দিয়েও ফেলতে পারি।
পরনে তোমার লাল সুর্য আজ লাল সমুদ্র যেন
হে জন্মভুমি আমিতো তোমারই আঁচলের তলে।
চোখ বন্ধ হতে না হতেই দেখবো;
ওইতো আমার পতাকার স্ট্যান্ড, পাহাড়ইতো বটে।
ওইতো আমার পতাকার লাল, শহীদি নক্ষত্রই বটে।
আর সেই আমার তুমি, প্রিয় জন্মভুমি।
সেতো কোটি মানুষের শ্লোগানে মুখর জমিনের নাম।
প্রিয়জনদের ছুড়ে ফেলে দেয়া প্রানহীনকেও
বুকে জড়িয়ে নেবার নাম বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৩