ও নদী কানায় কানায় পুর্ণ তুমি কবে হলে?
রিমঝিমঝিম ক'দিন মধুর বৃষ্টি বলে?
ভেঙ্গোনা পাড় তোমার খেয়াল খুশীর ছলে,
লাগবে আঘাত আমার এই যে হৃদপাঁজরে।
দেখোওনি কি তুমি? পাড়ভাঙ্গা ওই মানুষগুলোর বেহাল দশা,
আমার চোখে রাখোনা চোখ দেখতে পাবে।
ও নদী কানায় কানায় পুর্ণ হলে কেমন করে?
উজান গাঁয়ে বিষ্টি ঝরা জলের তোড়ে?
পাড় ছাপিয়ে বান ভেসোনা ইচ্ছে মতো,
ভাসবে আমার এ হৃদয়ের সকল মানুষ।
শুনোওনি কি তুমি? বানভাসা ওই মানুষগুলোর কান্নার রোল
আমার বুকে রাখোনা কান শুনতে পাবে।
ও নদী স্রোতস্বিনী এমন তুখোড় কেমনে হলে?
বজ্রমেঘের গর্জনে এই নামলে বলে?
বান ডেকোনা বাংলা মায়ের আঁচল ভরে
আমার হৃদয় ভাসবে যে ওই ডুব সাগরে।
বাঁচাওনি কি তুমি?
তোমার ধারায় বক্ষ দু' কুল বাঁচায় যে সে কখনও কি মারতে পারে?
ও নদী শান্ত তোমার ধারায় সুর্য শীতল কর,
জুড়াও আমার তপ্তকাতর হৃদয়খানি।
জুড়াওনি কি তুমি? ফসল ভরা মাঠ সবুজের উদার জমিন,
তুমি জুড়াও বলেইতো এ বাংলা বাঁচে।
ছবি; গুগোল।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৫