মিছিলের সামনে এগিয়ে চলে টগবগে তরুন-
বুকে তার দেশ প্রেম,
মুখে তার মাতৃভাষা বাংলা চাই।
কাদের যেন গুলি, গ্রেনেডের তুমুল বিষ্ফোরনে
ছিন্নভিন্ন করে দেয় অামার ভাইয়ের বুক, অামার প্রানের ভাষা অ-অা-ক-খ।
লুটিয়ে পড়ে টগবগে তরুন রাজপথে।
কে নেবে দায়িত্ব এই উন্মত্ত লাশের,
বায়ান্ন, একাত্তর সে বিজয়ের দেশে?
দিবসে দিবসে গান অার পুস্পস্তবক দিয়েই দায়িত্ব শেষ!
যে পতাকায় খচিত রয়েছে লাল রঙ
যে পতাকায় খচিত রয়েছে লক্ষ শহিদের রক্ত,
যে পতাকায় খচিত রয়েছে মাতৃত্বের গভীর সবুজ,
যে পতাকায় খচিত রয়েছে দেশমাতৃক অনাবিল ভালোবাসা, রক্তাক্ত স্নেহজাল।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭