অদ্যকল্য ঘুম হইতে জাগ্রত হইয়া, প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়া খেয়াল করিলুম, আমার পাদুকা জোড়ার চারি পাশে অশালীনসুরে কতোক মশা গীত গাহিতেছে। উক্ত রূপ দেখিয়া আমি বুঝিতে পারিয়াছি যে, উহারা আগে থেকে উক্ত স্থানে ওৎপেতে আছে। বাড়ীর গিন্নিদের ঝাড় ফু-কের অবহেলায় বদ মশা আজি আমার ত্যাগেরক্ষনে প্রকৃত সুখ অনুভবে ব্যাঘাত ঘটাইয়াছে!
বেহায়া, লম্পট, দুশ্চরিত্র উক্ত মশাগুলোর মারাত্মক বিষাক্ত আদর-আদরীতে আমার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক লালছে আকারসহ চুলকানিমুলক ব্যাথা অনুভব হইয়াছে। উহাদিগ হইতে অজ্ঞাত নামা বড় আকৃতির মশা আমার শরীরের স্পর্শকাতর স্থানে চুমা-চুমি করিয়া মারাত্মকভাবে শ্লীলতা হানী ঘটায়।
বহু কষ্টে উক্ত লম্পটকে আটক করিয়া শিকড় দ্বারা বেঁধে রাখিয়াছি।
আশা রাখিয়াছি আসছে কাল উহাকে জেলা শহরের সুনামধন্য দাতব্যালয় আনিয়া উহাতে কোন প্রকার এডিস আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করাইবো।
কিরূপ চিকৎসকের নিকট গেলে উক্ত কিটের সঠিক লিংগ পরিচয় পাওয়াসহ এডিস সনাক্ত করা যাবে, পাঠকগণ মন্তব্যাকারে পেশ করিবেন আশা রাখি।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪৫