মোঃ আলাউদ্দিন তালুকদার
এ যুগের লীলা-খেলা
বুঝা ভীষণ দায়,
বখাটেরা পরীক্ষা লগ্নে
ছাত্রীদের জ্বালায় !
দু-তিন মাস গত হয়
মুন্নী হত্যার ঘটনা,
শেষ না হতেই তাহিরপুরের
জয়নগরে এক যন্ত্রণা !
জামালগঞ্জের ডিগ্রী কলেজের
ইতিহাস বিভাগের ছাত্রী,
মুন্নীর মতো শামীমাও
ছিল পরীক্ষার্থী !
কারণটা কি পরীক্ষা এলে
শুরু কিংবা শেষটায়,
বখাটেদের কান্ড লীলায়
গুঞ্জন সারা দেশটায় !
এই যদি হয় রাস্তা-ঘাটে
অভিভাবকরা নিরুপায়,
উচ্চ শিক্ষা অর্জনেও
শান্তি নাই তার কি উপায় ?
দেশের মানুষ সবাই ভাবে
উপায়ান্তর একটা চাই,
স্বাধীন দেশে শিক্ষা নিতে
এমন হলে কোথায় যাই ?
ভাগ্যক্রমে খাদিজার মতোই
শামীমা জীবন ফিরে পায়,
মুন্নীর মতো ঘটতো যদি
সুনামগঞ্জেরও সুনাম যায় !
রাধা-রমণ, আব্দুল করিম
হাসন রাজার দেশে,
বখাটেরা এসব করে
কোথা হতে এসে ?
সর্ব শেষে বলতে চাই
ডালিমকে যদি প্রশাসন পায়,
উপযুক্ত শাস্তি দিলেই
বখাটেরা শিক্ষা পায় !এ যুগের লীলা-খেলা
বুঝা ভীষণ দায়,
বখাটেরা পরীক্ষা লগ্নে
ছাত্রীদের জ্বালায় !
দু-তিন মাস গত হয়
মুন্নী হত্যার ঘটনা,
শেষ না হতেই তাহিরপুরের
জয়নগরে এক যন্ত্রণা !
জামালগঞ্জের ডিগ্রী কলেজের
ইতিহাস বিভাগের ছাত্রী,
মুন্নীর মতো শামীমাও
ছিল পরীক্ষার্থী !
কারণটা কি পরীক্ষা এলে
শুরু কিংবা শেষটায়,
বখাটেদের কান্ড লীলায়
গুঞ্জন সারা দেশটায় !
এই যদি হয় রাস্তা-ঘাটে
অভিভাবকরা নিরুপায়,
উচ্চ শিক্ষা অর্জনেও
শান্তি নাই তার কি উপায় ?
দেশের মানুষ সবাই ভাবে
উপায়ান্তর একটা চাই,
স্বাধীন দেশে শিক্ষা নিতে
এমন হলে কোথায় যাই ?
ভাগ্যক্রমে খাদিজার মতোই
শামীমা জীবন ফিরে পায়,
মুন্নীর মতো ঘটতো যদি
সুনামগঞ্জেরও সুনাম যায় !
রাধা-রমণ, আব্দুল করিম
হাসন রাজার দেশে,
বখাটেরা এসব করে
কোথা হতে এসে ?
সর্ব শেষে বলতে চাই
ডালিমকে যদি প্রশাসন পায়,
উপযুক্ত শাস্তি দিলেই
বখাটেরা শিক্ষা পায় !
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৭