সিদ্ধান্ত নিতে চেষ্টা করতেছি। আজ লিখতে ইচ্ছে হচ্ছে অনেক। কিন্তু ক্লান্ততা আমাকে বশ করে ফেলেছে। তবে খুব শীঘ্রই জীবনের কোন রাস্তার মোড় খুজে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিবো। এভাবে আর কতোকাল?
-শুনেছি মানুষ মানুষের জন্য, কিন্তু বাস্তবে তা খুবই কম পরিমাণে ঘটে থাকে।
-কেউ কাউকে সাহায্যের জন্য হাতখানি বাড়ায় না, শুধু লাথি মেরে উপরে উঠার চেষ্টায় সবাই ব্যস্ত।
-আর আমরা পদে পদে এসব পরিস্থিতি নামক গ্রাস কর্তৃক শিকার হয়ে যাচ্ছি।
-একটা জিনিস খুবই আশ্চর্য মনে হচ্ছে জন্ম দিয়ে যেমন বাবা-মা হওয়া যায় না, তেমনি জন্মের পর সেই বাবা-মার সুযোগ্য সন্তান হয়ে বেঁচে থাকাটাও অতীব কষ্টসাধ্য।
-মা’বুদ ধরণীতে কিছু মানুষের পয়দা নিশ্চিত করেছেন না ভালো কিছু করার জন্য, না মন্দ কিছু করার জন্য। না তাদের দিয়ে মা’বুদ তায়ালার ইবাদত হয় না তাদের দিয়ে খারাপ কিছুর শামিল করা যায়।
-এদের বেঁচে থাকাটার পন্থাটা অতীব সংকীর্ণ।
ওপর ওয়ালার কাছে প্রার্থনা শুধুই একটা তাদের কে কি পৃথিবী থেকে উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করা যায় না।
-কেন অযথা মানুষের কাছে ব্যবহার করিয়ে তিলে তিলে পথভ্রষ্ট করা হচ্ছে? যা শুধু আক্ষেপের দাবীদার।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ রাত ৯:৫৮