পর্ব ছয়ঃবন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাইতাম.......
আকাশের ঠিকানায়
এরপরে আসে তসলিমা নাসরিনের আকাশের ঠিকানা। জাহের ওয়াসিমের লোগোর সীলমোহরে লেখা ঠিকানাটা হল toslimanasrin@gmail.com
আর তসলিমা নাসরিনের আসল ঠিকানাগুলো হল email@taslimanasrin.com,taslima.nasrin@gmail.com
তাঁর ওয়েবসাইটে একসময় taslima.nasrin@gmail.com ঠিকানাটা দেয়া থাকত। সেই সূত্র ধরে ফেসবুকে আমি তাঁর আসল অবস্থানটাও খুঁজে বের করেছিলাম। সেইখানে তাঁর নাম Taslima Nasreen লেখা।
(আমি একদিনও না দেখিলাম তারে)
(উড়াইয়া দেখ তাই)
(কে জানিত হবে আমারও এমন শুভ দিন, শুভ লগন)
((আমি চিনি গো চিনি তোমারে)
(ভুবন ভ্রমিয়া শেষে)
ফেসবুকে তাঁর ভক্তদের বৈঠকঘর আর অনুরক্তদের সমাবেশগুলোর নামেও হয় Taslima Nasrin নয় Taslima Nasreen.
(সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই)
(এখনো তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি)
Toslima Nasrin নামে যদিও কিছু বৈঠকখানা-টানা আছে, সেগুলোতে লোক বেশি নয়। বহুত ভুয়ো তসলিমা নাসরিনের আস্তানা আছে ফেসবুকে, তাদেরও নামে T এর পরে A ই ব্যবহার করা হয় বেশি। O খুব কম, যারা জানে না কিছুই, তারা এই বানানে লেখে। এবং জাহের ওয়াসিম তাদের একজন ।
জিমেইল তো তসলিমা নাসরিনের ব্যক্তিগত, এই ঠিকানায় অনেক বেশি চিঠি আসে বলেই হয়তো তিনি সাইটের কোণেই একটা ইমেইল আইডি খুলে নিয়েছেন। এখন email@taslimanasrin.com ই দেখায় তাঁর সাইটে। কিন্তু এখনও অন্তর্জালের আনাচে কানাচে ছড়িয়ে আছে আগের ঠিকানাটা। আন্তর্জাতিক লেখক সংগঠন পেনে'র সাইটেও রয়েছে ঠিকানাটা একটা খবরে।
(যাও পাখি বল তারে)
আমি শুধু একটা কথাই ভাবছিলাম, ওদের আল্লা মহম্মদ না ওদের মিথ্যে কথা বলতে নিষেধ করেছে? তাহলে এমনকি এই রমজানেও মিথ্যে বলল কেন ওরা?
পর্ব ১ , ২ , ৩ , ৪ , ৫ , ৭
(এই লেখাটা ধারাবাহিক। আকারে কিছুটা বড় বলে একবারে দেয়া গেল না। ধৈর্য ধরুন, প্রতি ৩০ মিনিট পর পর নতুন পর্ব আসবে। পোস্টগুলোও নতুন নতুন পর্বের লিঙ্ক সহ আপডেট হবে। অতি উৎসাহীরা এই লিঙ্কে গিয়েদেখে আসতে পারেন পুরো লেখাটা- "তসলিমা নাসরিনকে নিয়ে তদন্ত কমিশনের রিপোর্টঃ জাহের ওয়াসিম এবং য়চিনপুর দোষী সাব্যস্ত "। সত্যের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, তাহলে দেখে আসাটাই ভাল, জাহের কিছু করে ফেলার আগে।)
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৪০