ভুতের গল্প
(কি তোমার রুপের ঝলক)
জাহের ওয়াসিমের দেয়া একটা কবিতা প্রথম পড়েছিলাম সামহ্যয়ারইনে, সাথে সাথে প্রতিবাদ করেছিলাম। জুলাই মাসের পুরো এক সপ্তাহ গেছে আমার তসলিমা নাসরিনের দেশাত্মবোধক কবিতাগুলো টাইপ করে উঠতে। সেই কবিতাগুলো দিয়েছিলাম আমারব্লগে আর প্রথম আলো ব্লগেও । দেখিয়েছিলাম যে জাহের ওয়াসিমের দেয়া কবিতাটা তসলিমা নাসরিনের নয়, জাহেরেরই লেখা। সামহ্যয়ারইনে একসাথে অতগুলো কবিতা দেয়া যায়নি, তাই লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। কে জানে না, এরপর জাহের ওয়াসিম আমার ওপর বিষম ক্ষেপবে? রেগেমেগে সে আমাকে ভুল বানানে পত্র (নাকি অভিশাপ?) দিল ফেসবুকে -
এই বেকুব তোর সমস্যাটা কি?
অনেকদিন মনে হয় বানানি কাস না(বক্তব্য উদ্ধার করা যায় নি এই বাক্যের)
কবিতা পড়ছস কয় পিস জীবনে?
তুই ঢাকা কলেজের সামনে আয় আমি তোরে রেফারেন্স দিচ্ছি?
তোর তোর পাছা দিয়া দিমু
আমি উত্তরে লিখলাম -
বাহ! দারুণ মেসেজ! এটার স্ক্রীনশটটা আমার আন্দোলনে খুব কাজে লাগবে। থ্যাঙ্ক ইয়ু সো মাচ!
(অন্ধজনে দেহ আলো)
(এরপর আরও কয়েক দফা চিঠি চালাচালি হয়েছিল আমাদের মধ্যে। আমার ফেসবুকের সে প্রোফাইলটা ডিস্যাবল্ড হয়ে যাওয়ায় স্ক্রীনশট দিতে পারলাম না। তবে যতদূর মনে পড়ে, সে লিখেছিল - তুই আয় না, আয়, ভয় নাই, তুই আয়.....আমি লিখেছিলাম, তা তো আসবই, আসব না কেন? অবশ্যই আসব, তবে তার আগে জেনে নেই আপনি কোন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করেন! আল কায়েদা হলে এক প্রিপারেশন নিয়ে আসব, জেএমবি হলে আরেক প্রিপারেশন, হিযবুত তাহরীর হলে আরেক।.....সে লিখেছিল, আমি আল কায়দা না হিযবুত তাহরীর আইলেই বুঝতে পারবি, তুই আয়)
খবর জানিয়ে দিলাম সামহ্যয়ারইনে । খবর শুনে কালীদাস আমায় জানালেন জাহের ওয়াসিমের মানসিক বিকৃতির খবর।
কালীদাস বলেছেন: জাহের ওয়াসিম কে আমি জানিনা। তবে তার কান্ডকারখানা প্রথম দেখেছিলাম আশীষ এন্তাজ রবির কারেন্ট রিলেটেড হাসিনার উদ্দেশ্যে খোলা চিঠির পোস্টে। সে কাকে জানি গালিও দিয়েছিল, ঐটা আদৌ কোন লেখাই হয়নি, সবাই না বুঝে লাফালাফি করছে। ৩৮৪নাম্বার কমেন্ট-টা দেখুন, আগেও মনে হয় দুচারটা আছে! Click This Link কি ভাষা, কত সাহিত্য গিয়ান তাঁর। নিজে কিন্তু একলাইনও লেখেনি

এবং সে অনেকদিন থেকেই নীরব। ব্যান খেয়েছে না, সামহোয়ারইন ছেড়েছে, কে জানে?!
(মুরমুরকে না দেখ মুরমুরকে)
সেই লিঙ্কে গিয়ে জাহের ওয়াসিমের এই প্রবাদ প্রবচনগুলো আবিষ্কার করলাম -
জাহের ওয়াসিম বলেছেন: বিদ্যুত নিয়া নিম্নমানের একটা লেখা লিখেই উনি প্রধানমন্ত্রীর কাছে পাঠাচ্ছেন! আগে লিখতে শিখেন। আন্দাজে উন্দাজে দুম করে একটা কিছু লিখে ফেলবেন না। ফাউল লোক কোথাকার
(কী চমৎকার দেখা গেল)
জাহের ওয়াসিম বলেছেন:
comment by: এফ আই দীপু বলেছেন:
কামাল নামে একটা শব্দ আছে যার সন্ধি বিচ্ছেদ করলে এরকম দাঁড়ায় "কামের আগে আউট হয় যার মাল=কামাল"। উপাধিটা আপ্নের জন্য এ বছরের প্রথমেই বরাদ্ধ দেয়া হৈল। বিশ্বাস করেন, চলতি বছর এমন উপাধি অন্য কাউকে দেয়া হয়নাই। আশা করি কামাল নামেই আপনি প্রশান্তি পাইবেন। ধইন্যাবাদ।
ছাগু উপাধিটা তোর জন্য। বেশি কইরা মাল ফালাইয়া শান্তি অর্জন কর। তোদের মতো ছাগুতে দেশটা ভইরা গেলো। তোরা দেশে থাকার অবস্থা রাখস নাই। তোর মতো আবালরাই দেশটারে শেষ করলো। এইসব বালমার্কা পোস্ট তোদের কাছে অনেক কিছু।
(তুমি কেমন করে গান কর হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি............)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরপর ভেবেছিলাম ঝামেলা মিটে গেছে। এরপর তো আর কেউই অস্বীকার করতে পারেনা যে ওই মহাকাব্যগুলো জাহের ওয়াসিমেরই লেখা। জাহেরের ভাষার নিজস্বতা দেখেই সে কথা বুঝে নেয়া যায়। কিন্তু ভূত তো অত সহজে শ্যাওড়াতলা ছেড়ে যায় না। বিক্রমের ঘাড় ছেড়ে বেতাল থাকে কি করে?
পর্ব ১ , ২ , ৪ , ৫ , ৬ , ৭
(এই লেখাটা ধারাবাহিক। আকারে কিছুটা বড় বলে একবারে দেয়া গেল না। ধৈর্য ধরুন, প্রতি ৩০ মিনিট পর পর নতুন পর্ব আসবে। পোস্টগুলোও নতুন নতুন পর্বের লিঙ্ক সহ আপডেট হবে। অতি উৎসাহীরা এই লিঙ্কে গিয়েদেখে আসতে পারেন পুরো লেখাটা- "তসলিমা নাসরিনকে নিয়ে তদন্ত কমিশনের রিপোর্টঃ জাহের ওয়াসিম এবং য়চিনপুর দোষী সাব্যস্ত "। সত্যের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, তাহলে দেখে আসাটাই ভাল, জাহের কিছু করে ফেলার আগে।)
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৩৯