[ বিশ্বায়নের ডামাডোলে বিশ্বজুড়ে আজ চলছে ভোগবাদ দর্শনের প্রচন্ড দাপট। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত জনগোষ্ঠীর মনন আজ "ভোগেই তৃপ্তি"- এ বেদবাক্যে উজ্জীবিত। চারদিকে 'চাই, চাই আরো চাই" ধ্বনি। খোদ আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর গরীবতর দেশ এ বাংলাদেশের জনগোষ্ঠীর একাংশ পর্যন্ত এই ভোগবাদ দর্শনকে ক্রমান্বয়ে করে নিচ্ছে জীবনের ব্রত। এ ভোগবাদ দর্শনের স্বরূপউন্মোচনের লক্ষ্যেই এ লেখার অবতারণা। কয়েকটি পর্বে এ লেখাটি সম্পন্ন হবে। বিষয়টি সম্পর্কে আপনাদের মন্তব্য কাঙ্খিত। ]
প্রথম পর্ব: Click This Link
দ্বিতীয় পর্ব
ভোগবাদের বিপরীতে অবস্থান নেয়ার অর্থ "বৈরাগ্য সাধনে মুক্তি"র অন্বেষণ নয়। বাঁচার জন্য, সমাজবদ্ধ মানুষের প্রাত্যহিকতার জন্য অবশ্যই নানাবিধ পণ্য আবশ্যক।প্রাণ রক্ষার জন্য খাদ্য গ্রহণ, সামাজিক জীবন যাপনের জন্য পোষাক-পরিচ্ছদ, আসবাব পত্র সহ একজন ব্যক্তি মানুষের বহুবিদ ভোগ্যপণ্যের প্রয়োজন।জীবনের প্রয়োজনে আবশ্যকীয় পণ্য ভোগকরণ ভোগবাদ দর্শনের আওতাভূক্ত নয়। বস্তুত: ভোগবাদের একটি কার্যকরী সংগা হতে পারে নিম্নরূপ:
" ভোগবাদের মূলসূত্র মূলত: মানুষের মনে কৃত্রিম চাহিদা সৃষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে ভোগ্যপণ্য ব্যবহারের মাঝে নিহিত। ভোগবাদের গড্ডালিকা প্রবাহে গা ভাসানো একজন ব্যক্তি মানুষ বিশ্বাস করে যে ভোগের মাধ্যমে সে আত্মতৃপ্ত এবং সমগ্রতা অর্জন করেছে।" ভোগবাদী বিশ্বের আওতায় স্বল্প সংখ্যক যে সব ব্যক্তিবর্গ কৃত্রিম চাহিদা প্রসূত প্রস্তুত ভোগ্যপণ্য অর্জন বা ব্যবহারে সামর্থ্য রাখেন তাদের অহংবোধ হয় সাময়িকভাবে চরিতার্থ। কিন্তু বিশ্বের বিশাল জনগোষ্ঠী, যাদের সে সব ভোগ্যপণ্য কেনার সামর্থ নেই তার হয়ে পড়েন হতাশগ্রস্ত।
একটি উদাহরণ দেওয়া যাক। বর্তমান এই মোবাইল যুগে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত, বিশেষত: তরুণ প্রজন্মের সদস্যরা অত্যাধুনিক মডেলের মোবাইল সেটের স্বপ্ন দেখেন। উল্লেখ্য, অত্যাধুনিক এ সব মোবাইল সেটে অনেক মূল্য সংযোজনী বৈশিষ্ট যেমন, ক্ষীণকায় আকার, স্টিল/ভিডিও ক্যামেরা, ইন্টারনেট ব্যবহারের সুযোগ ইত্যাদি থাকায় এ ধরণের মোবাইল সেটের জন্য মোবাইল ব্যবহারকারীদের মনোজগতে একধরণের কৃত্রিম চাহিদার সৃষ্টি হয়। সঙ্গতকারণেই অধিকাংশের পক্ষেই অত্যাধুনিক মোবাইল সেট কেনা সম্ভব হয় না এবং এ কারণে তারা হয়ে পড়ে হতাশাগ্রস্ত। অন্যদিকে 'সৌভাগ্যবানরা' যারা তাদের স্বপ্নের মোবাইল সেট কিনে লাভ করেন একধরণের আত্মতৃপ্তি। কিন্তু এ আত্মতৃপ্তি ক্ষণস্থায়ী, কারণ অচিরেই এই অত্যাধুনিক মোবাইল সেট হয়ে যায় পুরানো মডেলে-- স্বল্পতম সময়ের ব্যবধানে বাজারে আসে আরো অত্যাধুনিক মোবাইল সেট। শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে নয় বরং অন্যান্য পণ্যের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। সুতরাং বলা চলে ভোগবাদ হল একধরণের ঘূর্ণিপাক। ভোগবাদ মানে মনোজগতের কৃত্রিম চাহিদা মেটাতে অন্তহীন পথ চলা। বস্তুত: মনোজগতে সৃষ্ট কৃত্রিম চাহিদা মেটানোই ভোগবাদের চালিকা শক্তি।
চলবে ....
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৩৭