উত্তর ইউরোপের নিরাপদ এবং আধুনিক দেশ বলে পরিচিত সুইডেন। দিনে দিনে আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অগ্রগতির কল্যাণে দেশটির রয়েছে ব্যাপক সুনাম। সুইডেনের রয়েছে জাতি হিসেবে একটি দীর্ঘ ও গর্বিত অধ্যায়। 15 শতকের পর থেকে আজ অবধি শিক্ষাগত মর্যাদায় সুইডেনের রয়েছে বিপুল সুনাম। আর নোবেল পুরস্কারের হোম দেশ বলে জাতিগতভাবে সুইডেনের মর্যাদা অনেক ভালো। সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব গবেষণা ও রিপোর্ট পরিচালিত হয় বলে ইউরোপের গোটা সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলো 300'র অধিক বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম অফার করে থাকে ইংরেজিতে। হিউম্যান রাইট ল থেকে শুরু করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সব কোর্সেই প্রায় অধিত হয় এ বিশ্ববিদ্যালয়গুলোতে। শিক্ষা ব্যবস্থা, পদ্ধতি, শিক্ষার মান, বিষয়গত ভাবনা, ছাত্র-শিক্ষকের বিশ্বব্যাপী সুনাম এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি ও দেশি ছাত্রদের ব্যাপক আকর্ষণ করে।
সুইডেনে গত 4 বছরে প্রায় এই মোট ছাত্রছাত্রীর 80 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রায় 80টি দেশের বহুসংখ্যক পিএচডি অধ্যয়নরত ছাত্রছাত্রী পড়ছে সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে। সুইডেনের শিক্ষা পদ্ধতি হল 'ভিন্ন সংস্কৃতিগত সব ছাত্রছাত্রীই সম্পদ'। আর এজন্য আগের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করাটা বিদেশের ছাত্রছাত্রীদের পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলোতে বেশি আকর্ষণ করে। বাংলাদেশী ছাত্রছাত্রীদের জন্য নিম্নের শিক্ষা প্রতিষ্ঠান ও কোর্সগুলো সহায়ক হতে পারে।
Environmantal engineering and sustainable infrustructure কোর্সে রয়াল ইন্সটিটিউট অব টেকনোলজিGlobal Journalism কোর্সে ওরেব্রো ইউনিভার্সিটি Lumid International Masters Programme in Developement and Mangement কোর্সে লুন্দ ইউনির্ভাসিটি।
এরকম প্রায় 300'র অধিক কোর্সে অধ্যয়নের সুযোগ আছে পোস্ট গ্রাজুয়েট লেভেলে সুইডেনে।
Student Visa
সুইডেনে পড়াশোনার জন্য সামগ্রিক তথ্য জানা যেতে পারে সুইডেনের বাংলাদেশ এম্বাসিতে।
Embassy of Sweden Dhaka
Visiting Adress, House-1, Road-51,