মজার এক কান্ড !! তবে সাধু সাবধান !!
হটাৎ করে এক্টেল কাস্টমার কেয়ার থেকে কল। আমি নাকি কোন এক রেন্ডম লটারীতে বহুত টেকা পাইছি। শুনে অনেক আনন্দ হচ্ছে। এই আনন্দে সংবাদ দাতাকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিলাম। সে কিছুতেই খেতে চায় না। বলে, আগে-নাকি কোন এক নাম্বারে সামান্য কয়েক হাজার টাকা পাঠাতে হবে। আমি এক কথায় রাজি। তবে দু,এক দিন পরে দিলে হবে কিনা, বলতে তো সে প্রথমে আপত্তি করলেও অনেক অনুরোধ করার পর রাজী হলো। আমি খুশিতে ঘোষনা দিলাম "আমার প্রানপ্রিয় দাদাভাই আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। এতো টাকা পাবো আপনাকে মিষ্টি না খাওয়াতে পারলে তো টাকাটাই হালাল হবেনা।" সে মিষ্টি খায়না, তাহলে ঝাল, টক, নুনতা,তিতা যে কোন একটা তো অবশ্যই খেতে হবে। তিনি বললেন... তিনি কোনটাই খেতে পারবেন না। সাধু সাবধান !! অবাক কান্ড, তারে জিংগাইলাম, ভাই আপনি তাহলে "খান কি" পেট্রল অকটেনে কি ফুডগ্রেড ফর্মে পাওয়া যায় ? তিনি দেখি ঝিম মেরে গেলেন তার পর কি সব সূরা মন্ত্র বলে ফোনটা রেখে দিলেন। বেচারা নিজেও কিছু খাইলো না মাঝখান থেকে এতগুলো টাকা পেয়েও পেলাম না।আহা কনতো দেহি ভাই জেবনে এত দুস্ক ক্যন!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫