গাড়ির কাজ গন্তব্যে নিয়ে যাওয়া, ঘড়ির কাজ সময় দেয়া, ফোনের কাজ কথা সারা, কলমের কাজ লেখা, ফ্যানের কাজ বাতাস দেয়া ৷
পৃথিবীর সবচেয়ে কম দামী গাড়ি : টাটা ন্যানো ( ১২ শ পাউন্ড, দেড় লক্ষ টাকা মাত্র ) যে সময়টুকুতে একটি জায়গায় নিয়ে যাবে, সবচেয়ে দামী গাড়ি : ১৯০৪ রোলস রয়েলস ১০ ( আশি লক্ষ ডলার ) কি আগে নিয়ে যাবে ?
এক হাজার টাকার কেসিও ঘড়ি যে সময় দেখাবে, সবচেয়ে দামী ৫ মিলিয়ন ডলারের 'পাটেক ফিলিপস প্লাটিনাম' ঘড়ি কি একই সময় দেখাবে না ?
দুই হাজার টাকার 'নকিয়া' ফোন সেট দিয়ে যে কথা বলা যায়, 'আই ফোন সিক্স প্লাস' দিয়ে ভয়েজ কি অনেক সেক্সি লাগবে ?
সিঙ্গারের দুই হাজার টাকার তিন ব্লেডের ফ্যান যে বাতাস দেয়, আর্টেমিসের আশি হাজার টাকার ফ্যান কি ভিন্ন বাতাস দেয় ?
১০ ট্যাকার আজাদের বল পেন দিয়ে যা লেখা যায়, সবচেয়ে দামী 'অরোরা ডিমানটে ফাউনটেন পেন' - যার মূল্য দেড় মিলিয়ন ডলার, তৈরী হয় ৩০ ক্যারট্স ডায়মন্ড দিয়ে, বছরে বিক্রি হয় ১ টি- এই ঝর্ণা কলম দিয়ে কি ভিন্ন কিছু লেখা যাবে !!!!!!!
মানুষ এমন এক প্রাণী, যে তার চিন্তা দিয়ে- কি চিন্তা করছে, সে চিন্তা করে, আরেকটি চিন্তার শেষে পার্থক্য শেষে, উদ্ধুত চিন্তাকে আগের চিন্তার সাথে মিলিয়ে, নতুন চিন্তা প্রকাশ করতে পারে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৮