সব বংশেই একটা করে মাস্তান টাইপ ছেলে থাকে !
সবাই যাকে ঘৃণা করলেও একটু সমীহ করেই চলে
মনে মনে ! আসলে সবাই চায় তাদের বংশে এমন
কেউ থাকুক যার কাছে বিপদেআপদে সাহায্য পাওয়া
যাবে !
পারতপক্ষে এদের কাছেপিঠে যেতে না
চাইলেও নিজের কন্যাকে কেউ টিটকারি বা বিরক্ত
করলে বাবা যার কাছে গিয়ে মাঝেমাঝে নালিশ
জানান ! পাড়ার বিভিন্নরকম সমস্যাদি নানা সুপারিশসহ যার
কাছে দ্বিধাগ্রস্ত হলেও একবার হলেও যেতে
হয় !
সচরাচর এদের কাছাকাছি কেউ যেতে চায় না,পা
মাড়ানোততো দূরের ব্যাপার ! উপরন্তু যাদের
দেখলে কেটে পরতে হয় ; তাদের ! তবুও
নিজের পরিবারে এইরকম মাস্তান টাইপ ছেলে
কেউ কাম্য করে না, কারন ওরা যে সুপারহিরো নয়।
তবে স্পাইডার মেন মুভিটা আমার খুবই পছন্দের
কারন এতে দেখানো হয়েছে,অপছন্দের বা
যাদের কেউ দেখতে পারেনা তাদের দ্বারাই
উপরওয়ালা ভালো কিছু করিয়ে নেন !
প্রিয় একটা সংলাপ আছে, "প্রত্যেক মহান প্রখর
ক্ষমতার সাথে সাথে মহান দায়িত্ববোধও বেড়ে
যায়"
পাড়ার মাস্তানদের যদি কিছুটা দায়িত্ববোধটা থাকতো
তাহলে খুব একটা মন্দ হতোনা.....
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭