অনেক মেয়েই আছে যারা সারাজীবন না
হেসেই বাঁচে! কোনমতে বেঁচে থেকেও
মরে যায় না,কেউ সারা জীবন দীর্ঘ নিশ্বাস নিয়ে
ঘরে মরে থাকে ! অনেক মেয়েই আছে যারা
নিরাপত্তহীনতার কারনে নিজ দেশের কোথাও
যেতে পারেনি,কিছুই দেখতে পারেনি ; কেন
আজ ওদের এই অবস্থা উত্তরটা পাবো কি ? এই
লজ্জা কার, পুরুষোচিত সমাজের ?
আর কতদিন মানববন্ধন করবো? আমরা কেন
করবো? রাস্ট্রীয় উঁচুতম ব্যক্তিরা কেন আমাদের
দাবী জানানোর আগেই সেটা সমাধানে এগিয়ে
আসেন না ? নারীরা কি তবে পন্যই রয়ে যাবে ?
স্বাধীনতালাভের এত সময় পরেও কেন অযাচিত
আচরনের সাক্ষীদাতা হবো?
আর কতদিন এইসব এমন অমানুষিক আচরণ
দেখবো ? মনুষ্যত্বের আলো কে জালবে ?
কেউ আছেন ?
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৮