সবাই দেখলাম নানা মানবতাবাদী মুলক
স্টাটাস দিচ্ছে সেটার পক্ষে বিপক্ষে আমি
কিছুই বলবো না তবে কয়েকটি প্রশ্ন
ছিলো,উত্তরটা পাওয়ার জন্য মনোজগৎ
হাহাকার করছে......
প্রশ্ন নাম্বার ১|
বাগদাদ নগরে যখন মানুসের মৃত দেহ নিয়ে
মার্কিন সেনারা উল্লাস করতো সেটা নিয়ে
খুব একটা কম বেদনাদায়ক ছিলো ?
প্রশ্ন নাম্বার ২|
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের
নির্যাতনে প্রায় দুইশ’ পদ্ধতি ব্যবহার করা
হয়েছে। এর মধ্যে রয়েছে পিটিয়ে মেরুদণ্ড
ভেঙে ফেলা সবচেয়ে সহজ শাস্তি ,এটা কি
আমরা জেনেও না জানার ভান করছি ?
প্রশ্ন নাম্বার
৩| ওয়াশিংটন সাফাই দিয়েছিল যে, আবু
গারিবের কেলেঙ্কারিগুলো দুর্বৃত্ত প্রকৃতির
কিছু সৈন্যের অপকীর্তি মাত্র। ওগুলো
বিচ্ছিন্ন কয়েকটি ঘটনামাত্র-ব্যাপক কিছু
নয়।
আর এখন কোথাও বোমা ফাটলে
মুসলিমজাতির উপর টেরোরিজমের মুকুট কেন
পরিয়ে দেয়া হচ্ছে ?
প্রশ্ন নাম্বার
৪| ইউরোপ মৃত্যুর ব্যবসায়ীদের প্রেতাত্মারা
সেখানে মধ্যপ্রাচ্যের নিরপরাধ মানুষের
মাথা দিয়ে ফুটবল খেলছে বহুদিন থেকেই ।
তাহলে সেটা কেন আমরা দেখেও দেখছিনা,
কেন ???? ফ্রান্স সহ অন্যান্য দেশে বোমা হামলা
হলে এত কিছু কিন্তু মুসলিম দেশে কিছু হলে সব নিরব
কেন??
এসব ঘটনা করেছে বলে টুইট বা মেইলে কেউ
দাবী করলেই কি এটা মুসলিম জাতী করেছে
তা প্রমানিত হয় ???
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৩