বহুদিনের লালিত সপ্নগুলো ভোরের শিশিরবিন্দুর
মত হারিয়ে যাচ্ছে
সোঁদা জলের সপাৎ সপাৎ শব্দের মত করে
হারিয়ে যাচ্ছি আমিও
যদি হারিয়ে যাই
শুকনো পাতা হয়ে হেমন্তের ঝড়ে
মাথা পেতে দিবে কি বুকের ' পরে ?
আটটি পৌষ ছুঁই ছুঁই
এখনো বলা হলো না
তবুও চাতকিনী হয়েই আছে সে
হয়তো হবে না বলা
একলা আকাশের কথা , আমার কথা ;
সহমর্মি এখন অগ্রহায়ণের রাত
আমিও তাই শান্ত বিপ্লবী হয়েই
গলে যাই
অন্তিম মোমের মতন.........
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭