আসুন জেনে নেই মাজার সম্মন্ধে জরুরী কিছু
হাদিস সমুহঃ কারন কিছু মুর্খ মতবাদপ্রবর্তক হয়েছে
যারা এইসব হাদীস অস্বিকার করেন, এগুলা জানতে
হবে কারন আপনার আশেপাশেই আছে ইসলামের
মাসায়েল সম্মন্ধে ভুল ব্যাখ্যাকারী, দাড়িটুপিওয়ালা,, তাই জেনে
নিন....(না জেনে ফেবুতে বা ব্লগে মাসয়ায়েল সম্মন্ধে
কিছু পোস্ট করবেন না ) ধন্যবাদ।!!
মাজার জিয়ারত জায়েজ এবং সুন্নাতে রাসুল (সাল্লাল্লাহু
তায়ালা আলাইহি ওয়াসাল্লাম)। দেখুন প্রমাণ>
ইব্রাহিম বিন মুহাম্মদ (রা) বর্ণনা করেন যে, নবী
করীম (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) বছরে
প্রারম্ভে ওহুদ যুদ্ধে শহীদদের সমাধি
জেয়ারতে যেতেন এবং বলতেন:
আপনাদের উপর সালাম! আপনারা আপনাদের ধৈর্যের
ফলস্বরূপ আখেরাতে কি চমৎকার জায়গাই না
পেয়েছেন।
আবু বকর, উমর এবং ওসমান (রা) একই ভাবে
জেয়ারতে যেতেন।
সুত্র: -
১. মুসান্নাফ আব্দুর রাজ্জাক: ৩:৫৭৩
২. আইনি, উমদাদুল কারী, ৮:৭০
৩. তাবরী, জামি আল কুরআন, ১৩:১৪২
৪. ইমাম সুউতি, দারুল ময়ানসুর, ৪:৬৪১
৫. তাফসীর ইবনে ই কাসীর।
মহানবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) বলেন
"তোমরা ক্কবর জিয়ারত কর কারণ এই অভ্যাস
পরকালের কথা মনে করিয়ে দেয়। (এ হাদিসে
নির্দেশ দেয়া হয়েছে)
সুত্র:
১. মুসলিম ১:৬৭১ .. ৯৭৬
২. হাকীম আল মুস্তাদরাক: ১:৫৩১ .. ১৩৯০
পবিত্র মহানবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) '
রওজা জিয়ারতের ফজিলত: -
নবী করীম (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম)
বলেন: যে আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতে
দিনে তাঁর জন্যে আমার শাফায়াত অবধারিত।
সুত্র:
১. দারুল কুতনী, আল সুনান ২: ২৭৮)
হযরত বুরহিদাহ্ রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে
আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ
করেছিলাম, এখন তোমরা তা করতে পারো (মুসলি
শরীফ)।
পুরুষের জন্য কবর জিয়ারত করা মোস্তাহাব।
(ফিক্বহুস সুন্নাহ্, ১ম খন্ড পৃঃ৪৯৯)
এমন অসংখ্য দলীলপত্র থাকা সত্ত্বেও কিছু দাড়ি টুপি
ওয়ালা আপনার ঈমান নস্ট করতে আগ্রহী,,, তাই
সাবধান,,, আর ইসলাম সম্মন্ধে কিছু বাজে মন্তব্য করে অনেকে নিজেকে জাহির করার জন্য করে থাকেন এটা, প্লিজ এগুলা বন্ধ করুন...........
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯