দেশের কানে আওয়াজ পৌছাতে চাই!
ভিন দেশীয় ভুতের চাপ দিনদিন বাড়ছে,যারা
এদেশে এসেছে ইংরেজদের পর পরই,
ইংরেজরাজত্ব শেষ হয়েছে ঠিকই কিন্তু নতুন
ভাবে এসেছে ভারতীয় সংস্কৃতি যা স্থুল
ভাবে ঘাড়ে চেপেছে ! এ আগ্রাসী ভুত সহজে
ছাড়বার পালাবার নয়, যেটা আমাদের
সংস্কৃতি কে তিলে তিলে নস্ট করে ওদের
অপসংস্কৃতি কে লালিত করতে প্রশ্রয়
দিচ্ছে ! অন্ধকারময় পচাগলা নানাবিধ
জিনিসে ভরপুর সেই কুপে পা বাড়াতে
বাড়াতে নিজেকেই ভুলে যাচ্ছি! ভুলে
যাচ্ছি অতীতস্মৃতির কথা ! ফিরে তাকাতেই
হবে,পারতেই হবে আমাদের!
নিজের দেশীয় সংস্কৃতি কে ভালোবেসে
চীন যদি এতদুর এগুতে পারে, আমরা কেন
পারবো না! ঐতিহ্য আমাদের কম কিসের!
তাই আসুন দেশীয় সংস্কৃতি আঁকড়ে ধরে রাখি
আর এরই ছোঁয়ায় দুর্নীতি কে না বলি!
তাই প্রতিবেশীর বাড়িতে বেরাতে যান,
বন্ধুদের সাথে আড্ডা দেন, পরিবারকে নিয়ে
বিভিন্ন সামাজিক, সুন্দর, সুস্থ বিনোদনের
আয়োজন করুণ।
নিজে সুস্থ থাকুন, সন্তানকে সুস্থ্য পরিবেশ
দিন, সমাজকে সুন্দর ও অপসংস্কৃতি থেকে
মুক্ত রাখুন। ভীন দেশীয় আগ্রাসন হতে মুক্ত
থাকুন !
দেশমাতৃকা কাঁদছে তাই আসুন অশ্রু মুছে দেই
দুর্নীতির হাত দিয়ে নয় ; সততার হাত দিয়ে!
“ মানুষ হ,মানুষ হ,আবার তোরা মানুষ হ,
বিশ্ব মানব হবি যদি কায়মনে বাঙালী হ ।”