
১৬ই মে আমার এই ছোট্ট পরীটার জন্মদিন ছিলো। দেখতে দেখতে এক বছর হয়ে গেলো। পরীটা এখন অনেক বড় হয়ে গিয়েছে। দুষ্টুমিও করতে শিখেছে।
(১) পৃথিবীতে এসেই এই কঠিন পরিক্ষার মুখোমুখি হতে হয়েছিলো তাকে।

(২) তারপর প্রথম যখন মায়ের কোলে।

(৩) একটু শান্তিতে ঘুমোনোর চেষ্টা।

(৪) স্বপ্নের দেশে।

(৫) প্রথম ষ্টূডিও'র এত্তো এত্তো আলো দেখে চোখ ছানাবড়া।

(৬) জন্মদিনের কেক।

(৭) সবাই শুধু কোলে করে রাখতে চায়।

(৮) মেহমান সব চলে গেছে, এখন শুধু নানুমনির সাথে বেলুন নিয়ে খেলা।

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ছবিগুলো মেহরুবার কন্যা মাশরুফা পরীকে উৎসর্গ করলাম।
সবাই আমার ছোট্টপরী মানহার জন্য দোয়া করবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১০ বিকাল ৩:৪৯