সাঝবেলায় মনে খেলে যায় এক ঝাক উড়ন্ত পায়রা
আমি সন্ধ্যার আকাশে দেখতে পাই -
সদ্য ফোটা বাকা চাঁদের হাসি
নিজ হাতে চাঁদের গায়ে
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসি..... ।
আজকের আমি তাই হতাশাগ্রস্থদের নিয়ে লিখবোনা
লিখবোনা কোন ছন্ন ছাড়া ভঙ্গুর হৃদয়ের গল্প
অতল স্পর্শী মনের হারিয়ে যাওয়ার গল্প শুনাবোনা কোন
বলবোনা তাদের কথা, রাতের সাথে যুদ্ধ করতে করতে
প্রভাতের আগেই হার মেনে পরাজয় স্বীকার করে যারা ।
আজ বরং বলবো তাদের কথা-
যারা উষার কীরণে প্রভাত পাখির গান ধরে
মৃত্যু যন্ত্রণায় মনোবল অটুট করে ধরে রাখে
আধার গুহা মনের প্রদ্বীপে আলোকিত করে ।
আমি তাদের জয়ধ্বনি তুলে
সকল পরাজিত সৈনিকদের দেখাবো
দেখো----
এর নাম বেঁচে থাকা, এরই নাম জীবন
এই তো সেই মানব জীবনের মূল মন্ত্র ।
প্রকৃতি এদের জন্যই খুলে রাখে তার করুনার দ্বার
সাগর এদের চরণ ধুয়ে নিজেকে ধন্য করে প্রতিবার
এদের ভাগ্যে লেখা থাকে স্বগীয় পুষ্পমালা উপহার
নিষ্ঠুর পৃথিবীতে এরাই যে আদর্শ হয়ে রয় মানবতার ।
তটীনির মত বয়ে চলে, মৃত্যুতে এদের থাকেনা ভয়
সময়কে ঢাল করে জীবনি শক্তিতে স্বপ্নকে করে জয় ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২১