বিধাতার বিধান
আকাশী নীল আবছা আলোয়,
খুব সহজ কি জীবনের ঠিক বেঠিক নির্ণয় ?
তুমি হাঁটছো যে পথে, সেই গন্তব্য যে আমারো হবে
বলো কতটুকু সত্যতা আছে এই ভাবনায় ?
বিশাল দিন শেষে তুমি রাত্রিতে আছো,
আমার সকাল যে তখনও বাকি ।
শীতের শেষে তুমি বসন্তের সুরভী মাখো,
আমার গ্রীষ্মের প্রখরতা তখনও খাঁটি ।
জন্ম-মৃত্যুর সময়ক্ষন-ই যদি... বাকিটুকু পড়ুন