ন্যু ক্যাম্পে লা লিগার সবচেয়ে আকর্ষণীয় ফুটবল ম্যাচে সোমবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। দুই দলের মধ্যে এটি ২০৯ তম লড়াই।
রিয়াল-বার্সা মিলে এখনো পর্যন্ত স্প্যানিশ প্রিমেরা লিগার শিরোপা জিতেছে সর্বাধিক ৫১ বার। রিয়াল ৩১ বারের চ্যাম্পিয়ন। বার্সা জিতেছে ২০ বার। বাকি সব দল মিলে ২৮ বার।
রিয়াল লিগ শিরোপা ঘরে তুলতে পারেনি গত দুই মৌসুম। তাই হতাশা কাটাতে রিয়াল কর্মকর্তারা এবার দলের কোচ হিসেবে নিয়ে এসেছেন হোসে মরিনহোকে। দলে ভিড়িয়েছেন মেসুত ওজিল, সামি খেদিরা এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো তারকাদের।
তাদের সঙ্গে আছেন ফিফার সাবেক বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ফল এ মৌসুমের শুরু থেকেই পাচ্ছে রিয়াল।
লা লিগায় এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে দশটি জয় এবং দু'টি ড্র করে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়ালই। লিগে এখন পর্যন্ত তারা একমাত্র অপরাজিত দল।
বার্সেলোনা আছে এরপরই। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তারা রিয়ালের ঘাড়েই নিঃশ^াস ফেলছে।
রিয়ালের জন্য সোমবার বার্সার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই। ২০০৭ সালের ডিসেম্বর ন্যু ক্যাম্পে রিয়াল শেষবার বার্সেলোনাকে হারিয়েছিল ১-০ গোলে। আর নিজেদের মাঠে রিয়াল শেষবার বার্সাকে হারিয়েছিল ২০০৮ সালে ৪-১ গোলে। তারপর চার ম্যাচেই হেরেছে রিয়াল।
বার্সেলোনার দায়িত্ব নেয়ার পর রিয়ালের বিপক্ষে সব ম্যাচই জিতেছেন কোচ পেপ গার্দিওয়ালা। ওদিকে ইন্টার মিলান এবং চেলসির কোচ হিসেবে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগে হারানোর রেকর্ড রয়েছে মরিনহোর।
লড়াইয়ের মধ্যে আরো রয়েছে দুই ফুটবল মহাতারকার লড়াই। রিয়ালের রোনালদো এবং বার্সেলোনার লিওনেল মেসি।
এবারের লা লিগায় হ্যাটট্রিকসহ ১৪ গোল করে সবার ওপরে রয়েছেন রোনালদো। আর হ্যাট্রিকসহ ১৩ গোল করে তারপরেই রয়েছেন মেসি। বার্সার হয়ে গত দশ ম্যাচেই টানা গোল করার রেকর্ড গড়েছেন তিনি। রিয়ালের বিপক্ষে জেতা গত চার ম্যাচে বার্সেলোনার হয়ে মেসির গোল সংখ্যা তিন।
মেসির সঙ্গে লড়াইয়ের কথা উঠতেই রোনালদো বলেন, "বার্সার বিপক্ষে গোল করতেই হবে এমন কোনো পণ আমার নেই। দল জিতলেই আমি খুশি।"
সব মিলিয়ে রিয়াল-বার্সা লড়াই এবারো হয়ে উঠেছে ফুটবল 'যুদ্ধ'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯৫৬ ঘ.