শোন রে সবাই, দল বেঁধে চল, বৈশাখী মেলায় যাই,
ইলিশ বাদে পেঁয়াজ, মরিচ, নুনে, পান্তা ভাত খাই,
ঘরে ফিরে না হয় খাবি, পোলাও কোর্মা সেমাই,
মনে রাখিস, রোজ খেলে পর কোলেস্টেরল হয় হাই।
তোদের থাকে আবার পকেট ভারি,
পেটে যায় না ভাত, মাছ-মাংস ছাড়ি,
ভাতের থালে মুড়ো না পেলে কুঁচকে যায় ভুরু,
জানিস অনেক বাঙালির দিন পান্তাতে হয় শুরু।
সেই বাঙালি সাজতে গিয়ে পান্তা নিয়ে এলি
মাছের রাজা দামে সেরা ইলিশ যোগান দিলি।
বিলাস করে পান্তা ইলিশ খাস মাটির বাসনে
ব্যঙ্গ করিস ঐ বাঙালিরে তোরা আনমনে-
যারা জীবন বাঁচায় পান্তা ভাতে,
শরীর খাটায় রোদ ও বৃষ্টিপাতে।
হরহামেশা পথে ঘাটে হাটে মাঠে যত,
জরাজীর্ণ, ক্লিষ্ট দেহ কাজে থাকে রত,
বাহক-চালক, কুলি-মজুর, চাষা-চাষী, জেলে
জীবন অচল ওদের বিনে ভেবে দেখ সব ফেলে।
সত্যি যদি ওদের মত বাঙালি সাজতে চাস
মেলায় তবে পেঁয়াজ মরিচ নুনে পান্তা ভাত খাস।
প্রতিজ্ঞা কর এবার নিজের কাছে
এমন পান্তা খাবি মাঝে মাঝে,
দেখবি পেটে ঠান্ডা পড়লে মনে শান্তি খুব রয়,
নববর্ষে ইলিশ বাদে পান্তার জয় হোক নিশ্চয়।
© Copyright Stella Shima Gomes
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৯