'বগা লেক' যাওয়ার অনেক দিনের লালিত স্বপ্নটা পূরণ হল গত ০২/০৫/২০১৪, সেই সাথে উপরি পাওনা হিসেবে কেওক্রাডং। অভিযাত্রী দলে আমরা ছয় স্বপ্নবাজঃ রানা, মোমিত, পলাশ, লালন, রোকন আর আমি স্বয়ং। স্বপ্ন পূরণের বিস্তারিত গল্প অন্য কোন দিন। আজ গল্প হবে ছবিতে ছবিতে-
০১/০৫/২০১৪ (১ম দিন)ঃ
ওয়েলকাম টু চট্টগ্রাম -
-পুরাতন রেল ষ্টেশন, চট্টগ্রাম-
ট্রেন লেট থাকায় চট্টগ্রাম পৌঁছলাম দেরি করে। উপরন্ত ঐদিন ১লা মে থাকায় সকল রুটের বাস চলাচল বন্ধ। যাত্রার শুরুতেই হোঁচট। গালে হাত দিয়ে বাসের জন্য অপেক্ষা। বাস স্ট্যান্ডে দেখা হল ঢাকা থেকে বগা লেকাভিমুখে যাত্রাকারী আরও চারজনের সঙ্গেঃ রাজিব, আরিফ, ইলিয়াস আর একজন। ছয় জন পরিণত হলাম হারাধনের দশটি্ ছেলেতে। কি করা যায়। অবেশেষে একখানা মাইক্রোবাস ভাড়া করে বান্দরবান অভিমুখে যাত্রা।
আমরা বান্দরবান পৌঁছলাম যখন, তখন বেলা প্রায় তিনটা। আমাদের থাকার জায়গা হল হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত এক বাড়িতে। এখানেও হুমায়ুন। হুমায়ুন আহমেদের শৈশবে তার পিতা চাকুরীসূত্রে যখন বান্দরবান ছিলেন, তখন তারা এই বাড়িতে থাকতেন। এখন সেটা পুলিশবাহিনী কর্তৃক পরিচালিত রেস্ট হাউস।
-এই সেই স্মৃতি বিজড়িত বাড়ি-
আমাদের প্রথম দিনের দর্শন তালিকায় ছিল 'স্বর্ন মন্দির' -
আর বান্দরবান শহরের কাছের সবচেয়ে উঁচু পাহাড়ের ওপর অবস্থিত ছিমছাম পর্যটন কেন্দ্র 'নীলাচল' -
-নীলাচল থেকে ঐ যে দুরে বান্দরবান শহর-
নীলাচলেই সন্ধ্যা নামলো।
আগামীকাল আমাদের যাত্রা শুরু হবে 'নীলগিরি' আর 'বগা লেক' উদ্দেশ্যে। আমরা বের হলাম চা্ন্দের গাড়ির খোঁজে----
চলবে
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৪ বিকাল ৪:১১