আমার মগজে একটা সাসপেন্স মিউজিক বেজে ওঠে
আমি বিচলিত হয়ে এর কারণ জানার চেষ্টায় থাকি
আয়নায় নিজেকে ডুবন্ত কলম্বাস হিসেবে আবিষ্কার করি
যাত্রাপথে এ কেমন দেখা গেল ত্রুটি?
চটজলদি কলম খাতা নিয়ে ভুলে যাই
এ শতকের আকর্ষণীয় বাক্য
" মেরে যাও নয়তো মর ! "
একটা প্রজাপতি উড়ে যাওয়ার
মৃদু শব্দ শুনি
কবিতার অক্ষর গুলিকে ভাবতে থাকি
শিশিরে ভেজা গোলাপ পাপড়ি।
মিউজিকটি ক্রমশ বাড়তে বাড়তে
চামড়ার নীচে
বয়ে চলা শীতল রক্তে
অন্য রকমের ঢেউ এবং দাবি তোলে
মাতাল হতে হতে হেলুসিনেশন
সামনে হাজির এক নারী মুর্তি।
মিউজিক টি তখন
একটা রোমান্টিক মিউজিকে চলে আসে
আমার সমস্ত হাসে
নারীটি ধীরেধীরে কাছে ঘেঁষে
যেন শক্ত পাহাড়ের বুকে লেপ্টে থাকা
একখণ্ড মেঘ।
ভিজে ভিজে এমন নরম কাঁদা হতে
পাহাড়কে শুধু আমিই দেখি
অন্যরা চ্যাঁচিয়ে উঠে
পরবর্তী এপিসোডে কনফার্ম বিচ্ছেদ !
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৭