somewhere in... blog

আমার পরিচয়

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

আমার পরিসংখ্যান

স্প্যানকড
quote icon
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

প্রিয় ব্লগার মিররের সাথে সাক্ষাৎ

লিখেছেন স্প্যানকড, ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:২০

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

যান্ত্রিক জীবন যখন হাঁপিয়ে উঠে একঘেয়েমির চুড়ান্ত পর্যায়ে, তখন আমরা জীবন থেকে পালাতে চাই।
ইচ্ছে করে সব ছেড়ে দূরে কোথাও ঘুরে আসি।

মোটামুটি বেশ কিছু দেশ ঘুরেছি কিন্তু অস্ট্রেলিয়া যাওয়া হয়নি। এবারের ডেস্টিনেশন সিডনি, অস্ট্রেলিয়া। অনেকদিনের ইচ্ছা প্রিয় ব্লগার মিররের সাথে দেখা করার কিন্তু তার আগে... বাকিটুকু পড়ুন

৪৪ টি মন্তব্য      ৬০২ বার পঠিত     ১২ like!

স্বাধীনতা

লিখেছেন স্প্যানকড, ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৩:৪১




স্বাধীনতা কোন গাল গপ্পো রুপকথা নয়,
স্বাধীনতা মানে
মায়ের বুকে নির্ভয়ে ঘুম।

স্বাধীনতা রাত দুপুরে জেগে
তাস খেলার মতন হালকা বিষয় নয়.
স্বাধীনতা মানে শার্সি ভেঙে ঘরে ঢোকা রোদ
শিশির সিক্ত গোলাপ ফোঁটা ভোর
তাজা বুকে বুলেটবিদ্ধ,রক্ত,বমি, নিষিদ্ধ শীৎকার,
হাজারো আঘাত ঘা
শত্রুর সামনে আজরাইলের রুপ।

স্বাধীনতা মানে ক্ষেত ভরা ফসল
পুকুরের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

বেলা অবেলায় তুমি

লিখেছেন স্প্যানকড, ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২




সমস্ত হৃদয় জুড়ে আঁধার নেমেছে
তার সাথে নানান রকমের খরা
এসব থাকবে
থাকতে হয়
তোমার কাছে উন্মাদের মতন ছুটে আসা
কেনো আসি?
নিঃস্ব হতে আসি
সমস্ত দুঃখ দূরে ঠেলে হাসা।

দেহ এক জাদুকরী খাঁচা
অথবা পুঁজিবাদের ফসল
যার ভিতর ভরপুর
তোমার আমার কামনা বাসনা
কতো যে নানান যাতনা
সেখানে হৃদয় নামের
এক অদ্ভুত যন্ত্র ঠিকঠাক বসা।

দেয়াল কখনো... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

শিকার

লিখেছেন স্প্যানকড, ২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫





আমার কাছে আলাদ্বীনের চেরাগ নেই
নেই কোন পোষা দৈত্য দানব,
কিছু শব্দ রক্ত এবং ধমনীতে করে আনাগোনা
গোধুলির আলোতে উড়ে নিঃসঙ্গ কবুতর,
শাসককে দেখছি কাকতাড়ূয়া
আর দেশ হয়ে গেছে রুটি হালুয়া।

অলৌকিক যুগ বলতে কিছু নেই
যদিও মানুষ
কিছু পুরনো বিশ্বাস আঁকড়ে মরে,
উপসনালয়ের ফটকে লেখা নেই,
ইশ্বর তোমাদের নিয়ে খুব বেশী ভাবছেন।

পোড়া ডিজেলের বাতাসে মরে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

তোমায় নিয়ে পাগলামী

লিখেছেন স্প্যানকড, ১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬






মনের গভীরে কতোকিছু
সব প্রকাশ করা যায়না
লুকিয়ে রাখি
যেন গোলাপি মুক্তা
প্রকাশ্যে এলে
রঙ ফিকে হওয়ার সম্ভাবনা।

সারা জীবন যোগ বিয়োগ করি সকলে
হিসেবের চিন্তায় ভুলেছি
ফুলদানির গোলাপ শুকিয়েছে নীরবে
না পেয়েছে আলো
না ঢেলেছি পানি।

ইশ্বরের কথা শুনলে মাথায় কাপড় টানে অনেকে
কেউবা নানান কথা বলে
ধর্ম বলতে মানুষ কি বোঝে!
উত্তরের আশায় থাকিনি
সবশেষে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

মোহ

লিখেছেন স্প্যানকড, ১২ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬




কেউ বিশ্বাস করবে না তোমায়
এ দ্রুত মেনে নাও
তোমার ভুবনে তুমি একা
তুমি সেরা

প্রেম, স্বপ্ন, সংসার
ওসব বিলাসী রোগ
শতভাগ কে পায়?
শতভাগ কোনকিছু পাওয়ার স্বাদ
একমাত্র ঈশ্বরের সাথে যায়।

কে খোঁজে তোমায়?
দেয়ালে ঝুলিয়ে রাখা স্রষ্টার বাণী,
সন্ধ্যা তারা,ভোরের আলো
ধুলো জমা বুকশেলফ
যার নীচে ক্ষুদ্র পোকাদের বিশাল রাজ্য
ভুল দরজা,
ভুল মানুষের আদর চুমু।

নিজের সাথে সংঘাতে যেওনা
ফলাফল... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

তুমি আমার নও

লিখেছেন স্প্যানকড, ০৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৭:২৪

ছবি নেট


একদিন, দুদিন, তিনদিন
ঘড়ি ধরা সময়
অথবা এই যেমন,
পাঁচ দশ মিনিটের জন্য না হয়
তবুও আমার হয়ে যাও,
খুব দ্রুত ফুরায় জীবন
এরপরে হাজার কাঁদলে
খোদার দুয়ারে মাথা কুটে মরলেও
দেখা সাক্ষাৎ আর সম্ভব নয়।

কতো ইচ্ছে আবদার রোজ দূরে ঠেলে হাসি
আড্ডায় বসি
বাঁচার গল্প বলি
হাঁটতে বাইরে আসি
পথের বাঁকে সন্ধ্যে নামে সবুজ অরন্যে,
ধ্বংসের শীর্ষে আমি
এতো... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

ঘরে ফেরার টান

লিখেছেন স্প্যানকড, ৩১ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩১

ছবি নেট।

তুমি মানে
সমস্ত দিনের ক্লান্তি শেষে
নতুন করে বেঁচে থাকার নাম।

তুমি মানে
আড্ডা,কবিতা,গান
তুমি মানে দুঃখ মুছে
হেসে ওঠে প্রাণ।

তুমি মানে
বুক ভরা ভালোবাসা
পূর্ণ সমস্ত শূন্যস্থান।

তুমি মানে ভেঙ্গে ফেলা
রাতের নিস্তব্ধতা
তুমি মানে
প্রেমের গভীর থেকে
গভীরতায় ডোবা ভাসা
ঘরে ফেরার টান।

তুমি মানে ইলশেগুঁড়ি
ভিজে ভিজে গলে যাওয়া
তুমি মানে অপেক্ষার প্রহর
বারবার পথ... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     like!

দেয়াল

লিখেছেন স্প্যানকড, ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

ছবি নেট।

একদিন দেখবে তোমার হাতে থাকবে না সময়
পাশে নেই কেউ
ধবধবে সাদা দেয়াল
যে দেয়ালে শুধুই পুরনো কিছু মুখ এবং স্মৃতি
ফ্যালফ্যাল চাহনি

সারাদিন ছুটি
কাজ কর্ম বলতে হাতে তেমন কিছুই জমা নেই
কিছু ঘুমের ট্যাবলেট আর
এক গুচ্ছ কবিতা পুরনো বন্ধু

বুকের বাম পাশে চিনচিন ব্যাথা
দু তিনদিন কাটবে পুরনো এক কাপড়ে
নখে নেই নেইল পলিশ
চুমুতে আর... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

ধুলোপড়া বিকেল ও একটি শিশু

লিখেছেন স্প্যানকড, ১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

ছবি নেট ।


শিশুটি কাঁদছে
অনেকক্ষণ ধরেই কাঁদছে
একটা পিঁপড়ে ওর শরীর জুড়ে হাঁটছে
পিঁপড়েটি পুরুষ?
না নারী ?
কিছু জ্ঞানী গুণী মানুষ সে নিয়ে তর্ক করছে।

শিশুটি কাঁদছে
অনেকক্ষণ ধরেই কাঁদছে
শিশুটির কচি বুকে এক ফালি রোদ
ধুলোপড়া বিকেল গড়িয়ে যাচ্ছে
ঠান্ডা মেঝে
প্রতিটি লোম দাঁড়িয়ে
দারিদ্রতাকে কুর্নিশ করে স্বাগত জানাচ্ছে
ভাতের... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

সাহায্য চাই

লিখেছেন স্প্যানকড, ২৫ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১২

ছবি নেট ।


নীলিমায় দুটি চোখ ভাসিয়ে দিয়ে পথ চেয়ে থেকো --- লাকি আকন্দের গান শুনছি আর ভাবছি ৩০ লাখ শহীদের সাথে নতুন করে কি কিছু যোগ করব? না, মৃত বলে চালিয়ে দিবো? কোন দৈনিক এবং মিডিয়া বলছে না শহীদ !

সাহায্য করলে জাতির উপকার হবে।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

অতি সাধারণ কেউ একজন বলছি

লিখেছেন স্প্যানকড, ১৯ শে জুলাই, ২০২৪ সকাল ৭:১৫

ছবি স্প্যানকড


প্রচন্ড মন খারাপ নিয়ে লিখছি। আমরা আসলে কেমন? আমাদের মেধা কেমন এ নিয়ে একটু খোলামেলা আলাপ করতে চাচ্ছি।

দেশ স্বাধীন হয়েছে তা প্রায় ৫৩ বছর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিলেন তারা এখন এই কোটা সংস্কার এর পক্ষে কথা বলছেন।

তা জনাব ,আপনারা এতো বছর ক্ষমতায় থেকে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     like!

জ্বি হ্যাঁ ইহাই বর্তমান বাংলাদেশ !

লিখেছেন স্প্যানকড, ১৭ ই জুলাই, ২০২৪ সকাল ৯:১৬

ছবি নেট ।


জানি এখন কেউ খুশি কেউ দুখী। এ দেশ কোনদিকে যাচ্ছে? সঠিক পথে আছে? আপনারা কোটা সংস্কার এর দাবী নিয়ে ছিলেন হঠাৎ করে কি হলো?

উপরের প্রশ্নগুলির উত্তর জানা সহজ নয়। কিন্তু একটা বিষয় পরিষ্কার কেউ কারো নয়। সবাই যার যার ধান্দায় ব্যস্ত। ধরে নিলাম আপনাদের কোটা... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৩৪৯ বার পঠিত     like!

চাওয়া পাওয়া

লিখেছেন স্প্যানকড, ১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:২৪

ছবি নেট ।


কি চাও তুমি?
উজাড় হয়ে গেছি
দেবার নেই কিছু
অথচ
দিতেই এসেছিলাম
একটা ঘন বর্ষার দুপুর
দু চার কথা
লেগে যেন থাকে দাগ কিছু গরম চুমুর।

কি চাও তুমি?
সময় নিয়ে জানিয়ে দিও
অথবা
ক্ষুদে বার্তায় পাঠিয়ে দিও
আহা !
লজ্জা করছে?
শেষ বেলায় যখন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

আমার আমি

লিখেছেন স্প্যানকড, ০৯ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:১২

ছবি স্প্যানকড

আমার ঘরের মেঝেতে যে এক চিলতে রোদ পড়ে
দিনের শুরুতে
আমি তা গায়ে মেখে নেই একটা বিছানা পেতে
আবার যখন বৃষ্টিজল খুব করে ভিজিয়ে দেয়
এ শহর
আমার জানালার কাঁচ ঘোলা তখন
আমি হাত বাড়িয়ে বৃষ্টি কে ছুঁয়ে দেখি
মাঝেমধ্যে ভিজতে চলে যাই
আমাকে প্রেমের কথা জিজ্ঞেস করলে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২০৬৭২২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ