ইশ!
এতো গরম !
মুখে কি যায় নেয়া ?
কফির কথা বলছি
মাথার ভেতর এ কেমন গন্ডগোল?
হাওয়ায় উড়ে তোমার চুল
কাছে গেলে বাড়ে ভুল।
বিছানা ছেড়ে কিছুতেই উঠতে ইচ্ছে করে না
কুন্ডলী পাকিয়ে শুয়ে
এক নাগাড়ে ভেবে চলি
তোমার স্তনে বহুদিন
আঙুল, ঠোঁট, জিহবা কিছুই রাখিনি।
ওদিকে রোদ এসে গেছে
পাখির চেয়ে নেতাদের ডাকাডাকি
এ শহরে কত অংকের হিসেব খুলতে হয়
নানান ঝক্কি
অপেক্ষায় মুখ হা করে বসে থাকে
শত শত হয়রানি
ধমক আর চমকানি।
জানো,
এলে তুমি কেটে যায় এ সমস্ত ভয়
মৃত্যুর মুখে দাঁড়িয়ে
মৃত্যুকে তুচ্ছ মনে হয়।
কি মজা !
শরীরের ক্ষতে দাওয়াই দেয়া
হৃদয়ের ক্ষতে তোমায় রাখা
এমন করে আমায়
কোনদিন
কোনদিন
সত্যি কি তুমি চেয়ে দেখনি ?
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৩