তোমরা বলতো,
স্বাধীনতার প্রকৃত ভাষা কি?
এর চেহারা
এর বর্ণ
কেমন এর দৈর্ঘ প্রস্থ আকার আকৃতি?
যে মাটির জন্য হলো এতো রক্তের প্লাবন
সে মাটিতে দেদারসে ঘুরছে রাবন
যে মাটির জন্য এতো ইজ্জত হলো লুট
সে মাটিতে মিলছে লাখো মানুষের চোট।
তোমরা মিলনের চেয়ে বিভাজনে বিশ্বাসী
তাই তো আমি ভীষণ ছন্নছাড়া একাকী হাসি
না যাই ডানে
না বামে
সোজা হয়ে চলি
সোজা কথা বলি।
আলো ডুবে আঁধারে
প্রভু এবং কুকুর
থাকে না একই কাতারে
এ সত্য
মানুষ সর্বগ্রাসী
ভীষণ লোভী
দুহাত বাড়িয়ে শুন্য হয়ে বলছি
মানুষ বর্জন
মানুষেরই দাবি।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯