জানিয়ে দেয় সময়
মর্তলোকের যে প্রান্তে যাও
যত মানুষকে সুধাও
কেউ সুখী নয়
কেউ সুখী নয়
প্রকৃত সুখ বলতে কিছুই নেই জগতে
ইশ্বর সদা তাই কয়।
এ সত্য মেনে
ঘুমিয়ে পড়ি হতাশার বাতাস টেনে
ইচ্ছে করে,
তোমাকে জড়িয়ে চুমু খেতে খেতে
আঁতুড়ঘরে খেলায় মত্ত
এক শিশুর মতো জনম যেন হয়।
তোমাকে দেখতে না পেলে
আকাশটা চুরমার করে দিতে ইচ্ছে করে
মনে হয়
কে যেন খুলে দিয়েছে নরকের সবকটি দুয়ার
অসহ্য যন্ত্রণায় ধনুকের মতো বাঁকা
মটমট শব্দে ভাংগে আমার সবকটি হাড়
সর্বক্ষেত্রে হিমসিম খেতে হয়।
আগুনে পোড়ে সেকেন্ডের চেয়ে কম সময়
ভস্ম হয় এ হৃদয়
আর
দুনিয়া হয়ে উঠে মৃত্যুপুরী
মারা পড়েছি
তোমাকে না পেয়ে যথার্থ নিশ্চিত হয়েছি
থেমে যায় চলমান সকল সভ্যতা এবং নদী
বোঝ না তুমি
শিরোনামে কি বিস্তারিত সমস্ত বলা হয় ?
জানি তো,
আঘাত করবে না
খাবে না চুমু
কাছেও আসবে না
সাহায্য করবে না বিষপানে
এরপরেও আমি বেসামাল
যেখানে প্রতিদিন তোমার ঘোরে
আমার সূর্য
উদিত এবং ডুবন্ত রয় ।
ঝুমকোলতা এবং কাঁটায় ঘেরা ঝোপের ভেতর
ঠোঁট ঘষে যে জংলী কইতর
যার পালকে রোদ হাসে
যে সারি সারি পাইন গাছ
বৃষ্টি জলে ভিজে পিচ্ছিল
কসম ওদের
তুমি আমাকে উন্মাদ করে দাও
প্রেমের সুর মূর্ছনা গোটা ঘরময়।
মাতাল করে উধাও তুমি
টলতে টলতে ফিরে আসি
কবিতার ব্যারাকে
তুমি ছাড়া সমস্ত ইবাদত
ব্যর্থ শুধু হয়।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪৫