তোমাকে নিয়ে একটা সিনেমা বানানোর প্লান করি
নায়িকা কে হবে
ও চিন্তায় ভীষণ মরি
কেউ কি আছে তোমার তুল্য ?
অমন আয়তলোচন
পান পাতার মতো মুখশ্রী
রিষ্ট পুষ্ট ঠোঁট, গ্রীবা
কোমর ছাপিয়ে
নীচে নেমে গেছে দীঘল কালো চুল
চওড়া কাঁদ
সিংহ কটি
সি কাপের স্তন
না,
কেউ নেই।
সয়া সসের রঙে সন্ধ্যে কাছে ঘেঁষে
সরকারি নিয়ন উহাকে রঙিন করার জন্য জ্বলে
ছবির প্রথম দৃশ্য কি হবে?
শুটিং কি আউটডোর
না, ইনডোরে?
প্রথম সংলাপ কেমন
কোন সিন আগে হলে
দুর্দান্ত হবে গল্প
বারবার ভাবি অল্প অল্প।
আমি এসব ভাবনায় এতদূর যাই
বাড়ি ফেরবার পথটা ভুলে যাই
অন্য এক গ্রহে চলে যাই
যেখানে আমি তুমি
জনমানবহীন শান্ত চুপচাপ প্রকৃতি
যেখানে শেখ মুজিব, জিয়া,
হাসিনা, খালেদা আদর্শিক দ্বন্দ্ব নাই
বাঙালি?
না, বাংলাদেশী?
এমন আইডেন্টিটি ক্রাইসিস নাই
বাসে পুড়ে মরার মতো আন্দোলন নাই
ইসি, মার্কিন যুদ্ধ নাই
অনেকটা সেই আদম হাওয়ার অনুভূতি
আচ্ছা,
অমন দীর্ঘ বিচ্ছেদের পর পুণরায় মিলন
কি ছিল আদম হাওয়ার প্রথম সংলাপ?
সালাম ?
ভালোবাসি?
এতদিন কোথায় ছিলেন ?
না,
সিধা জাপটে ধরে চুমুর পর চুমু
এসব কথা ধর্মগ্রন্থে ক্যান উল্লেখ নাই ?
তাহলে স্রষ্টার কি শুধু বিচ্ছেদ প্রিয়?
মিলনে দেখছি বিন্দুমাত্র আগ্রহ নাই!
আমি তোমাকে নিয়ে কতকিছু ভেবে যাই
কত রাত একা জাগে
কত চাঁদ গোমড়া মুখে
গিটারে ধুলো জমে
প্রিয় সুর বড্ড বেখাপ্পা আজ লাগে
তোমাকে নিয়ে একটা সিনেমা
অন্তত হওয়া চাই।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৯