আমি আমার শব্দগুলির পায়ে শিকল পড়াতে একদম অপছন্দ করি
তোমরা বারবার ক্যান যে আঙুল তুলছ ?
মনে রাখবা,
আঙুল উঠালে সব সময় হয়না জড়ো জনতা
বাঁধে না যুদ্ধ
আসে না কাংখিত স্বাধীনতা।
রুটির যে কয়টা পিস খাবো বলে
করে ছিলাম মনস্থির
উহা খেয়ে নিয়েছে অগোচরে ছত্রাক।
গোটা প্যাকেট ময়লার ব্যাগে
নাই সুখ ভোগে
সুখ শুধু ত্যাগে
সেই পুরনো খবর বন্দী মগজে
অস্ত্র ছিল দশ ট্রাক !
প্রেমের হাতকড়া ভীষণ কড়া
যতই ছুটে যাবার জন্য মোচড়াচ্ছি
ফন্দি করছি
ততই বাড়ছে টান
ততই ভেংগে আমি খানখান ।
আমি আমার স্বপ্নগুলোর সাথে সেরে নেই গোপন সব আলাপ
যা বড্ড জরুরী
যেন বেশী আশকারা পেয়ে
না হয় ওরা অত্যাচারী !
ফেরবার পথ তোমাদের নেই
সত্যি নেই
তবু এতো বাহাদুরি!
দীর্ঘদিনের কয়েদী আপনি জনাব
বাঁধন মুক্ত আমি
বলতে পারেন খাপখোলা তরবারি
ঠোঁটে ধরা যার
কবিতার শিশিবোতল
নানান রসের শারাব।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯