মগজ জুড়ে হাঁতুড়ি পেটানোর শব্দ
যে কবিতার স্তবক গুলি এলোমেলো
আমি উহা ঠিক করতে মহাব্যস্ত।
আমরা প্রতিবাদ স্বরুপ চেঁচাই
ওতে কাজ না হলে মানুষ পোড়াই
দেয়াল লিখে ভরে ফেলি
পোষ্টারে মুখ ঢাকে অলিগলি
টক শো আজকাল সব চ্যানেলে অমৃত
অতটা টানে না কোন মুভি যা অস্কার প্রাপ্ত।
আমরা নেতাদের কথা শুনি
যেন একদল ফেরেস্তা
উনাদের চরিত্রে নাই কোন কাঁদা
সমস্ত ধবধবে সাদা !
উনারা মাথায় রাখলে হাত
স্বর্গ!
স্বর্গ!
দ্রব্যমূল্য
বাসা বাড়া
সংসার খরচ
যেন আসমানের দুয়ার খোলা কোন মিরাকল
অটোমেটিক মিলে যায় ওসব কেমন হঠাৎ
কিয়া বাৎ!
কিয়া বাৎ!
আমরা কোটি টাকার বিনিময়ে
নায়ক নায়িকা ভাড়া খাটিয়ে
দুই চার মিনিটের চুমু
কিছু মিলনের দৃশ্য রেখে সিনেমা বানাই
আহ ! প্রেম
পর্দাতে কাঁপন ঝড়
বাস্তবে তোমার ছিটাফোঁটা নাই
এমন ছিনালি পনা
আমরা আজকাল খুশিতে লুকাই
মানুষ ছাড়া
অন্য প্রাণীর মুখে মুখোশ কিন্তু নাই!
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১