এ ভাবে মায়াবী বিকেল শুয়ে আছে অপেক্ষায় কমলা রঙ রোদ মেখে!
হেমন্ত কি খুব কাছে?
শ্রাবণ মেঘের ঘনঘটা দোলে ছিল টলমল চোখে সে রাতের কথাও মনে পরে খুব
যখন অপরূপ পূর্ণিমা নাচছিল রূপকথার খিলান জুড়ে,
কাহিণীর শূন্যতা ভেসেছিল অমানিশায়
এমন অপেক্ষার ক্লান্তি ধূয়ে যাক-
কমলা রঙ রোদে লাগুক চালতা রঙ
মরা বিকাল জেগে উঠুক জীবনান্দে ....
বাতাস চূর্ণ করে উত্তাল সমুদ্র ঢেউ কাঁপন তুলুক
অভিমানী হৃদয়ে দোলনচাপা ঘ্রাণে।