এ ধরণের পোস্ট হয়তো অনেকের কাছেই বিরক্তিকর। কিন্তু এরপরও না দিয়ে পারলাম না। আজ সকালে বিটিভি দেখছিলাম। দুই সুন্দরী উপস্থাপিকা আজকের এই দিনে অতীতে বিশ্বে কি হয়েছে তার বিবরণ দিচ্ছিলেন। হঠাৎ একজন বলে বসলেন:
"আজ এই দিনে এডমন্ড হিলারী এবং তেনজিং নোরগে এভারেস্টের চূড়ায় প্রথম পা রাখেন।"
তাদের দোষ দিচ্ছিনা, কেননা যেই সুপন্ডিত তথ্য জোগাড় করেছেন ব্যাপারটা তার দোষ। উপস্থাপিকাদের হাতের স্ক্রীপ্টে যদি লেখা থাকে বাংলাদেশের অমুক চিত্রনায়ক অ্যান্টার্কটিকা মহাদেশ আবিস্কার করেছেন, তবে তারা সেটাই পড়বেন।
১৯৫৩ সালের ২৯ মে তেনজিং আর হিলারী এভারেস্টের চূড়ায় প্রথম পা রাখেন। "They reached the summit at 11:30 am on 29 May 1953, climbing the South Col route. Before descending, they stopped at the summit long enough to take photographs and to bury some sweets and a small cross in the snow." - উইকিপিডিয়া।
বিটিভির চোখে এ পোস্ট পড়বে কিনা জানিনা। তবে আমি আমার ক্ষুদ্র কর্তব্য পালনের চেষ্ট করলাম।
উইকিপিডিয়ার লিংক
তারিখটা জানা ছিলো। কেননা এদিনে আমার বিপক্ষের গায়ে হলুদ হয়েছিলো।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৯