ডাঃ জাকির বলেন,"নামাজ আদায়ের জন্য সবচেয়ে গ্রহনযোগ্য পোষাক হিসেবে সতরের নূন্যতম চাহিদা পূরণ করে শার্ট-প্যান্ট,কোর্ট -টাই যে কোন কিছু পরতে পারেন যেটা পরে আরাম পান।(ভলিয়ম নং-২ পৃঃ৫৪)।
ইসলামের আকিদাঃনামাযের জন্য সবচেয়ে উপযুক্ত পোষাক হচ্ছে,যা পরহেজগারীর পোষাক,কোন বিধর্মীদের পোষাকর সাথে সাদৃশ্য না হয়।রাসূল (সাঃ )বলেছেন,যে ব্যক্তি যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে,সে তাদের দলভুক্ত।(মুসনাদে আহমদ ২/৫০)
একজন মুসলমানের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের পরিচয় হচ্ছে,তার ভেতর ও বাহির সুন্নতের সাথে মিল থাকা।ভিতরে ঈমান-ইসলাম রক্ষার জন্যে বাহ্যিক পোষাক ঢাল স্বরূপ।বাহিরে অমুসলিমদের সাথে মিল রেখে ভিতরে ইসলামের দাবি করা অযৌক্তিক।কার ভেতর ইসলাম কতটুকু আছে,তা জানা ও বলা মুশকিল।কিন্তু তার বাহ্যিক লেবাস দিয়ে কিছুটা হলেও আন্দাজ করা যায়।ডাঃ জাকির সর্বদা শার্ট-প্যান্ট,কোর্ট -টাই বিধর্মী খ্রীষ্টানদের পোষাক পরিধান করে থাকেন এবং তার পক্ষে ওকালতি করেন।তিনি কেমন ইসলাম প্রচারক???সুতরাং তাকে অনুসরণ করার অর্থ হবে ইসলামী পোষাক বাদ দিয়ে খ্রীষ্টানী পোষাক শার্ট-প্যান্ট,কোর্ট -টাই পরিধান করা,যা কোন আশেকে রাসূলই সহ্য করতে পারে না।এজন্য নামাজ আদায়ে পুরুষদের জন্যে শার্ট প্যান্ট সুন্নতী জামা লেবাস পাঞ্চাবির সমান হতে পারে না।(আবু দাঊদ ২/৫৫৮,মিরকাত ৫/২৫৫ অনুসারে)।
আমারটা আমি বললাম।এবার আপনারা বলুন।......................