এক ফ্রেন্ডকে জিজ্ঞাস করলাম , "কিরে নামায পড়বি না ?"
ফ্রেন্ড বলল , "কিসের নামায ?"
বললাম , " জুম্মার নামায :O "
ফ্রেন্ড বলল , "আজকে কি বার?"
এটা শুধু আমার ফ্রেন্ড না , অনেক মানুষ একই কথাগুলোই বলে ।
ভাই একটু চিন্তা করেন তো , আপনার যখন হ্মুধা লাগে তখন খাবার আপনার সামনে থাকে ।
খাওয়াটা আপনার হক ।
খাবারটা কিন্তু আল্লাহই দিয়েছেন ।
আল্লাহ কিন্তু আপনার হক মারেন নি ।
নামায হল আল্লাহর হক , অথচ আপনি বিনা কারনে এই হক টাকেই কিন্তু মেরে দিতেছেন ।
মাত্র তো ৫টা মিনিট টাইম দিতে পারেন নামাযের জন্য । আপনাকে যে এত সুন্দর করে সৃষ্টি করেছেন সে কি এতটুকু আপনার কাছ থেকে আশা করতে পারে না ? তার জন্য কি দিনে ৫টা মিনিট করে ৫ ওয়াক্ত নামায আদায় করতে পারবেন না ?
এখন আপনাদের ব্যাপার ।
[ ফ্রেন্ড কথাটা কাল্পনিক অর্থে ব্যবহার করা হয়েছে]