অনেকদিন আগের পড়া একটা পুরনো কৌতুক হঠাৎ মনে পড়ল। মনে পড়তেই কেমন যেন হাসি আসল, তাই শেয়ার করে অন্যকে সামান্য হাসির খোরাক দেয়ার চেষ্টা মাত্র।
১ম বন্ধুঃ আচ্ছা দোস্ত, গদ্য ও পদ্যের মধ্যে পার্থক্য কী?
২য় বন্ধুঃ একদম সোজা। শোন উদাহরণ দিয়ে বুঝাচ্ছি।
তন্বী এখন নাইতে (গোসল) নেমেছে ---- (পুকুরে)
শহর মন্ডগাছা,
জল ছুঁয়েছে একটু একটু
তরুণী তন্বীর হাঁটু।
১ম বন্ধুঃ কিছুই তো বুঝলাম না।
২য় বন্ধুঃ দেখ, এতক্ষণ যা বললাম তা হল গদ্য, কিন্তু তন্বী আর একটু পানিতে নামলেই গদ্যটা পদ্য হয়ে যাবে।
১ম বন্ধুঃ তন্বীর পানিতে নামার সাথে গদ্য আর পদ্যের কী সম্পর্ক?
২য় বন্ধুঃ তাহলে শোন, তন্বীর আর একটু পানিতে নামলে কী হবে ...
তন্বী এখন নাইতে নেমেছে
শহর মন্ডগাছা,
জল ছুঁয়েছে একটু একটু
তরুণী তন্বীর পাছা।
দেখলিতো, কত সুন্দরভাবে গদ্যটা পদ্য হয়ে গেল।
হা, হা, হা, হা...