ভালোবাসার একটা গল্প বলি,
একটা ছেলে - একটা মেয়ে?
ধ্যাৎ! That old cheap story!
তাহলে যে শিশুটি তার গ্যাসবেলুন কে ভালোবেসেছিলো?
হ্যাঁ, হ্যাঁ- এটা নতুন মনে হচ্ছে...
তবুও সেই চিরায়ত বিচ্ছেদ, হাত ফসকে উড়ে যাওয়া...
শিশুর জীবনে প্রথম শূন্যতার অনুভুতি!
হল না, আগা-গোড়া ভালোবাসার গল্প হতে হবে, No বিচ্ছেদ!
তাহলে শাহজাহান আর মুমতাজ?
মুমতাজ কি শাহজাহানের একমাত্র ভালোবাসা ছিল?
আর বাকী পত্নী-উপপত্নীরা?
উফফফ! আর কে আছে যে এরচেয়ে বেশি ভালোবেসেছে কাওকে?
কেন? আমি! তোমাকে!
একটা ছেলে - একটা মেয়ে?
হুমমম, আমরা দু'জন!
ধ্যাৎ! That old cheap story!