ভেবেছো কি খুব সহজে হারিয়ে গেলে?
ঘুরে তাকালেই দেখতে পেতে, তোমাকে যে তাড়া করছে
সে আমি নই!
তোমার পেছনে আছে শুধুই তোমার ছায়া
যা সেই কবেই তোমার ভালোবাসায় আমি হয়ে গেছে!
তাই তুমি যত দ্রুতই দৌড়াও না কেন
তোমার সাথে সমগতিতে দৌড়াবে তোমার ছায়া-
যা আসলে আমি!
(এ কথা শোনার পর)
তুমি অন্ধকারে লুকিয়ে থাকবে, দিনের আলোয় ঘর থেকে বের হবে না,
ভাববে, খুব বাঁচা গেল বজ্জাত ছায়াটার হাত থেকে!
এসব ভেবে নিজ মনে ফিকফিক করে হাসবেও
হাসবো আমিও মনে মনে, ফিকফিক করেই
তোমাকে জানানো হয়নি,
যেহেতু আমি তোমার পাশে নেই বা পেছনে ছুটছি না
সেহেতু আমি মিশে গেছি তোমার সাথে
বসে আমি তোমারই ভেতরে...
ভেবে দেখো, এই ছোটাছুটি লুকোচুরি খুব বেশি অহেতুক নয়?
তারচেয়ে চলো থামিয়ে দিই এই ছোঁয়াছুয়ি খেলা
থুক্কুমুক্কু বলে বন্ধ করে দিই লুকোচুরি...
এরচেয়ে এসো, এক হই!
এসো, এক হয়ে অসংখ্য হই!
এসো, এক হয়ে পূর্ণ হই!