ঘোরলাগা মানুষের মতো চাঁদের দিকে তাকালে
শুধু দেখতে পাই একটি বিষন্ন উপগ্রহ-
গলগন্ড রোগীর দীর্ঘদিনের পুষতে থাকা
একসময় মায়া পড়ে যাওয়া স্ফীত অঙ্গটির মতই!
প্রেম অনেকটা সেরকমই কি নয়?
মোহ- আঁকড়ে ধরে থাকার জটিল আঠা
আর কি বাকী থাকে? একসময় পুরনো হয় শরীর
যা বহু আরাধ্য এবং ঘুরিয়ে ফিরিয়ে মূল!
তাহলে জগতের সব প্রেমিক প্রেমিকাই কি জমাটবদ্ধ মেঘ?
যারা তীব্রতার সমষ্টিতে ঝরে পড়ে?
জালবদ্ধ কাছিমকে যেমন ছেড়ে দেয়া হয়
হিংসাতুর আর হতাশ মাছেদের দঙ্গল থেকে
তেমনিভাবে মাছখেকো মানুষেরাও একসময় পরিণত হয়
ভোগ্য বা ভোজ্য বস্তুতে...
তাহলে কি ফ্যালাসী মেনে নিয়ে
'মানুষ মাছ খায়,' ' মাছ মানুষের চোখ খায়'
আর সেই সূত্রে 'মানুষ মানুষের চোখ খায়?'
আহা! কাক কখনো খায়না কাকের গোশ!