ঝড়ে ঝরে যাওয়া পাতাদের দলে সবসময়ই কিছু মানুষ থাকে
যারা আস্তাকুড়ে আস্তানা গড়ে তোলে
এবং সেখানেই বেড়ে উঠতে থাকে ধীরে ধীরে, ভুলে যায় অতীতে
তারাই হয়তো তারা হয়ে কোন আকাশে জ্বলতো...
জ্বলছে এখনো ভুল আগুনে, যা অনেক আগেই শীতল ও স্থবির জন্ম নিয়ে নিজের নাম দিয়েছে "জল"
জলকে অবশ্য অতোটা ভোদাই ভাবা বোকামি,
তবু কিছুক্ষণের জন্য ভাবতে দোষ কি?
স্বর্গটা তো বোকাদেরই আবাসস্থল ও গন্তব্য-
চালাকদের জন্য পৃথিবীর মতো একটা বিলাসবহুল গ্রহ তো রয়েছহেই!
আর এ দুয়ের মধ্যবর্তী মানুষগুলো দোল খেতে থাকে
সার্কাসের ট্রাপিজে মহানন্দে ভেবে নিয়ে
"ভয় কি? নিচে রয়েছে রাজহাঁস কোম্পানীর পুরু ম্যাট্রেস..."
খিলখিল করে হেসে ওঠেন ঈশ্বর!
একই চায়ের টেবিলের অপরপ্রান্তে কফির মগ হাতে মহামান্য শয়তান অভিযোগ করে, নরকের চিনি সাপ্লাইয়ার ব্যাটা আজকাল চিনিতে ভেজাল দিচ্ছে, অথচ সবাই জানে
"ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে!" হাস্যকর!
ওদিকে দেবশিশু আর গেলমান মূলত একই- এ তত্বে জটিল আলোচনা বৈঠকের পরেও কোন সদুত্তর পাওয়া না যাওয়ায় দুশ্চিন্তায় পরে যায় দেবতাকূল...
স্বভাবতই তাদের ঘর্মাক্ত মাথা শীতলায়নের সৎ উদ্দেশ্যে ব্যাকুল অপ্সরাগণ হালকা প্রমোদের ব্যবস্থা করে,
যার জন্য দ্রূতগতিতে মালা গাঁথতে বসে দেবশিশু (বা গেলমান) দের দল...
তারা ভীষন ব্যস্ত, আবার নাচঘরের মেঝেও তো ঝাড়ু দিতে হবে...
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১১ রাত ১১:১৮