আত্মহত্যা করা জঘন্যতম পাপ ☹️
যে মানুষটা আত্মহত্যা করে সেকি সেটা জানেনা ??
জানে তো ...
বেশিরভাগ মানুষ ই এটা জানে তারপর ও আত্মহত্যা করে !
কেউ আত্বহত্যা করেছে শুনলে কিছু মানুষ কি বলে যে ..আসলে লোকটা পাগল ছিল .. আসলে তার ধর্মের জ্ঞান নাই ,, তার নিজের জীবনের প্রতি ভালোবাসা নাই ..তার বাবামার প্রতি খেয়াল নাই ..আরো অনেক কিছু ..আর কিছু মানুষ সমবেদনা জানায় ..
কিন্তু কখন একটা মানুষ আত্মহত্যা করে ??? কেন করে ?? কখন করে ??
ব্যর্থতা হতাশা অক্টপাসের মত ঘিরে ধরেছে ..আর পারছেনা !!..একটা মেয়ে রেপ হইছে ..আর মুখ দেখাতে পারছেনা সমাজে !!.. একটা ছেলে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারেনি !!! ..একজন তার পছন্দের মানুষকে পাইনি বলে ..!! একটা মানুষ অতিরিক্ত মাত্রায় নির্যাতিত ..!! মানুষটা অন্যের বোঝা হয়ে থাকতে চায়না বলে !! একজন তিলে তিলে কস্ট পেয়ে মরার চাইতে একেবারে নিজেকে শেষ করে দিতে চায় বলে !!
এইত মোটামুটি আমাদের কমন কিছু কারণ প্রতিনিয়ত যার স্বীকার অসংখ্য মানুষ !!
আসলে এটা ভিন্ন তাদের অন্য কিছু কি করার ছিল না ?? হয়ত তাদের কাছে মনে হইছে না নাই !!..
কিছু অঙ্ক যত সুন্দর করেই করেন ফলাফল টা শুন্য ই হয় .. এই মানুষ গুলো তেমন... তারা বাঁচার চেস্টা করেছে অনেক ভাবে কিন্তু যতবারই জীবনের সমীকরণ মিলাতে গেছে সেটা একটাই পথ দেখিয়েছে টা হলো মৃত্যু . !! যে পথ ধরে ভেবেছে ভাল থাকবে সেটা আর সে পথে যায়নি .. ঘুরে ফিরে একটাই পথ দেখিয়েছে .. শুধু এটাই ভেবেছে ..এটাই হয়ত ভালো তার জন্য সবার জন্য !! সে নিরুপায় হয়ে যায় নিজের কাছে !! মস্তিকের নিউরন গুলো যেন তার বিরুদ্ধে চলে যায় .. শরীরের সব শিরা উপশিরা গুলো বলে মরে যাও নাহলে আমরাই নিথর হয়ে যায়.. মৃত্যু ভিন্ন সবকিছুই যেন তার বিপক্ষে চলে যায় .. সহ্যের সীমা তার ভেঙ্গে যায় !! "আত্মহত্যা করা মহাপাপ" এই বাণী তার ব্রেইন থেকে মুছে যায় .. তখন একটাই জিনিস সে জানে.."ডেথ ইজ দ্যা বেস্ট সলুশন"!!
হা এসব শুধুই একটা পোস্ট মনে হচ্ছে আপনার কাছে .. কিন্তু এগুলো হতে পারে একটা আত্মহত্যা করতে যাওয়া মানুষের ঠিক আগের মুহুর্তের ভিতরের কথা .. হা আর যাই হোক আপনি মানুষটাকে দুর্বল ভাইবেন না ..কারণ শুধু সেই জানে সে কেন করে !! আপনার এক হাত কেটে দিলে কস্ট পাবেন ,আপনার বন্ধু জানবে অনেক কস্ট হচ্ছে আপনার ..কিন্তু একমাত্র তখন ই সে আপনার পুরো কস্ট টা অনুধাবন করতে পারবে যখন তার এক হাত কেটে দিবেন !!
ঠিক যখন মানুষটা সুসাইড করে তার ১ সেকেন্ড আগে যদি তার ইন্টারভিউ নিতে পারতেন অথবা তার মাইন্ড রিড করেতে পারতেন অথবা তার আবেগ অনুভুতি গুলো ঠিক সেই মুহুর্তে আপনি উপলব্ধি করতে পারতেন তাহলে বুঝতেন .. তখন দেখতাম আপনি কতটা শক্ত মানসিকতার অধিকারী !! ঠিক সেই মুহুর্তে আপনি জিজ্ঞেস করতেন আপনার কি করা উচিত ?? ভিতর থেকে ঠিক ই উত্তর আসত .. লেটস ডাই
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬