সতর্ক হন আপনিও !
আজ থেকে ৫/১০/১৫ বছর আগের কথা চিন্তা করুন
… তখন কি সমাজের অবস্থা খুবই ভালো ছিল ?
না মোটেই না , তখন ও নারী নির্যাতন হতো ,
শিশু নির্যাতন হতো , তখন ও নারী ধর্ষিত হত ,
তখন ও ক্রিকেট খেলা হতো , তখন ও খুন হতো
, তখন রাস্তাঘাটে মেয়েরা লাঞ্ছিত হতো ,তখন
ও আওয়ামী লীগ বি এন পি ছিল , হিন্দু মুসলিম
ছিল , ধর্ম নিয়ে নাস্তিকরা তখন ও কটূক্তি
করেছে , তখন নীরিহ মানুষ এখানে ওখানে
নির্যাতিত হয়েছে , ব্যর্থ প্রেমিক তখন ও ছিল
,আত্নহত্যা তখন ও হয়েছে এরকম আরো অনেক
ছোটোখাটবড় ঘটনা তখন ও ঘটেছে এখন ও ঘটছে
…
তাহলে পার্থক্য কোথায় ? তখন মানুষ একই ছিল ,
ঘটনা একই ছিল ,দেশ একই ছিল শুধু ছিলনা একটা
জিনিস সেটা হলো
#সোশাল_মিডিয়া , তখন ছিলনা এই ফেসবুক ,
ইউটিউব , টুইটার , ,স্কাইপি ! তখন ছিলনা
#টেকনলজি , মানুষের হাতে ছিলনা স্মার্টফোন
আর ডিএসএলআর ।
গল্পের দৃশ্যপট একই কিন্তু এই সব জিনিস পুরো
গল্পটাই চেঞ্জ করে দিয়েছে । আগে একি ঘটনা
ঘটতো ছোট করে এখন ঘটে বিরাট বড় করে …
তখন মেয়ের হাতে থাপ্পড় খেয়েছে ছেলে , কিন্তু
এখন এই দৃশ্যই আপনি ছবি তুলে ছেড়ে দিলেন ,
আর সেটাই ভাইরাল হয়ে গেল ! তনুর মত মেয়ে
ধর্ষিত হয়েছে , তার বন্ধুবান্ধব ,প্রতিবেশী
জানলো , কেস হলো , কিছুদিন এলাকায় এটা
নিয়া কথা হলো , তারপর কাহিনী খতম , সে বিচার
পেল কি পেল না এটা নিয়া আর মানুষ স্মরন করেনা
। আর এখন তনু ধর্ষণ হয় , তার জন্য সারা দেশের
মানুষ গর্জন করে , কিছুদিন অনেক আন্দোলন,
তারপর আস্তে আস্তে স্তিমিতকরন , এইত
কাহিনী ! ঘটনা এক ,আগের বিস্তার এলাকা
পর্যন্ত এখন সারা দেশ ! আগেও ক্রিকেট খেলা
হতো , ক্রিকেট এ ভুলভ্রান্তি ঝগড়া হতো
কিন্তু সেটা মাঠ আর কমিটির মধ্যেই সীমাবদ্ধ
থাকতো , এখন সারা দেশে আলোচনা , চলছে
নানান বিতর্ক আর সমালোচনা ! উৎস সেই
সোশাল মিডিয়া ! আগেও জুনায়েদ নুরুল্লার মত
গুটিবাজ ছিল , লোকে তাদের চিনত না এখন সারা
দেশ চিনে ! আগেও প্রেমিক পুরুষ তার পছন্দের
প্রেমিকাকে নানা ভাবে প্রোপোজ করেছে , কিছু
বন্ধুবান্ধবী ছাড়া কাক পাখিও টের পাইনি তারা কত
ভাবে প্রেম করেছে ,আর কি করেছে ! আর আজ
দুধের বাচ্চা প্রপোজ করে , সারা দেশ তাকিয়ে
তাকিয়ে দেখে ! আগেও তো বুয়েটের শিক্ষক
হাফিজুর, ঢাঃবি প্রফেসর
এমাজ উদ্দিন, কলেজ শিক্ষক, ফরিদ আহম্মদ
মাহবুবুল এর মত স্যারেরা লাঞ্ছিত হয়েছে বিভিন্ন
কারনে ,তখন তাদের জন্য তো কিছু হইনি , এখন
একজন শিক্ষক লাঞ্ছিত হলে সারা দেশ লাঞ্ছিত
হয় ! একজনের যায় মান ,সারাদেশ ধরে কান !
তার মানে এই না যে ভাইরাল হউয়া খারাপ
,সোশাল মিডিয়া খারাপ ! এগুলো তো ভালই !
আগেও নিশ্চুপ ছেলেটা কবিতা লিখত , তখন
লিখত ডায়েরীর পাতায় , কাউকে দেখানো হতো
না , ডায়েরীর মধ্যেই আবদ্ধ ,কেউ জানতো না
তার প্রতিভার কথা , আজ সে কবিতা লিখে
ফেসবুকের ওয়ালে , ব্লগে …আজ সবাই জানে তার
কবি প্রতিভা আছে ! সুন্দরী মেয়েটি তখন ও
সাজতো , তার রূপ দেখে ক্লাসের বা পাড়ার ছেলে
ছোকড়া রা ক্রাশ খেত , আজ ও মেয়েটা সাজে
আর ছবি তুলে , তাই দেখে সারা দেশের পোলাপান
ক্রাশ খায় ! ভালো তো ভালো না ! অবশ্যই
ভালো !ঘটনা এক , বিশালতা অনেক বড় !
আমি বলছিনা এসব খারাপ , আজ মূমুর্ষ রোগীর
জন্য রক্ত লাগে ,একটা পোস্ট দিলেই তার
ব্যবস্থা হয় ,একজন ভালো মানুষের কর্মকান্ড
ছড়িয়ে দিলে তা দেখে আরো অনেকে ভালো হবার
অনুপ্রেরনা পায় ,একজন অসহায় মানুষের জন্য
অর্থ
লাগলে তার অর্থের ব্যাবস্থা হয় ,সুপরিকল্পিত
আন্দোলনের মাধ্যমে অনেক দাবি আদায় হয় !
এরকম আরো ভালো কাজ গুলো কিন্তু সম্ভব
হচ্ছে এই সোশাল মিডিয়ার মাধ্যমেই ।
এতসব কথার মূলকথা হলো ,এটা আপনার উপর
নির্ভর করছে আপনি কি করবেন ,কিভাবে কি
শেয়ার করবেন । আপনাকে সতর্ক হতে হবে কি
করছেন ,কি বলছেন , কি ভাবছেন ,।কি আপলোড
করছেন !
আপনার একটা মেয়েকে ভালো লাগে …আপনি এটা
পোস্ট করতেই পারেন , কিন্তু আপনি একটা
মেয়েকে ধর্ষন করতে যাবেন এটা তো পোস্ট করার
বিষয় হতে পারেনা ! একটা জোক্স ছিল এমন যে
,চোর চুরি করতে যাওয়ার আগে পোস্ট দেয় ,তাই
দেখে পুলিশ তাদের ধরে ফেলে , চোর জিজ্ঞেস
করলো কিভাবে বুঝলো ,পুলিশ বলে তাদের
পোস্ট দেখে ! আসলেই তো তাই , আপনি চুরি
করতে যাবার আগে সবাইকে জানিয়ে যাবেন , পুলিশ
কি বসে বসে আংগুল চুসবে !
এই ভাইরাসময় ভার্চুয়াল জগতে কখন কি ভাইরাল
হয়ে যায় , তার ঠিক নাই ! তাই সতর্ক হতে হবে
আপনাকেই !
আপনি আপনার গৃহকর্মীকে মারতে পারেন ,তবে
দেখে নিন পাশের বাড়ির কেউ ভিডিও করছে কিনা !
আপনি ছোট একটা বাচ্চাকে পেটাতে পারেন , চোর
অন্যায় করলে তাকে পেটাতে পারেন কিন্তু সেটা
কেউ ক্যাপচার করছে কিনা সেটাও দেখে নিন সাথে
,নাইলে পড়বেন আপনি ফান্দে ! আপনি অনেক বড়
সেলিব্রেটি , ফোনে প্রেম করছেন মজায় মজায় ,
বলা যায় না আপনার ফোনালাপ ভাইরাল হয়ে
যেতেই পারে ! প্রেম করতেই পারেন ,প্রোপোজ
করতেই পারেন তবে সাবধানে
অর্থাৎ আপনি এখন যা করতে যাবেন আর বলতে
যাবেন একটু সতর্ক হয়ে করবেন ! নইলে বলা যায়না
কখন কি হয়
তাই বলে সোশাল মিডিয়া থেকে দূরে থাকলে
হবেনা , সাথেই থাকুন কিন্তু সতর্ক থাকুন !
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ সকাল ৭:২০