আমার অন্তরলীন অবচেতনে , শয়নে জাগরণে
চড় মেরে যায় থেঁতলানো কর্মঠ হাত গুলো ,
আমার নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন বাতাস থেকে কেড়ে নিচ্ছে
বয়লার চাপা পড়া নিঃশব্দ বুক ।
আমার পরিপুষ্ট পা অচল হয়ে আসে
নুপুর পড়া নিথর পায়ের লাথিতে ...
উহ আর যে পারি না ।
কানের পর্দা ফেটে যায় মৃত মায়ের নবজাতকের জন্ম চিৎকারে
হ্যাঁ আমি , আমিই সেই পুরনো পাপী
আমার উপর ভেঙ্গে পড়ুক আকাশের ছাঁদ আর পৃথিবীর দেয়াল ।