একাত্তরের অপরাধীদের বিচার চাই দৃঢ় ভাবে । কারণটা খুব ই সাধারণ । আমি মুক্তিযুদ্ধ দেখি নি ঠিক ই কিন্তু নিজেকে যখন পিছনে যুদ্ধের সময়ে নিয়ে দাঁর করাই তখন মনে হয় এই সময়টা যদি সেই সময় হত ,হয়ত আমাকে ধর্ষিতা হতে হত, হয়ত বাড়ির সামনে আমার বাবার লাশ পড়ে থাকতো , হয়ত যুদ্ধে গিয়ে আমার ভাইটি আর ফিরে আসত না। আর তখনই অনুভব করি একসঙ্গে সমস্ত ধর্ষিতার কষ্ট ,ত্রিশ লক্ষ শহীদের মৃত্যুশোক ।
নতুন প্রজন্মের একজন হিসেবে আমাকে যে কলঙ্ক মুক্ত হতেই হবে । পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হবে দাগহীন পতাকা। তাই শাহ বাগের আন্দোলনের সাথে আমারও একাত্মতা ।
কিন্তু আমার মনে হয় আমাদের চাওয়া টাকে ভিন্ন দিকে নেওয়া হচ্ছে ।
জন সাধারণের জাগরণকে কাজে লাগানোর জন্য দলগুলো পাঁয়তারা করছে । আওয়ামী লীগ মাঠে নেমেছে , বিএনপিও বিভিন্ন মন্তব্য করছে । জামাতের সাথে সাথে এরাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত । জাতি যদি হঠাৎ ক্ষেপে উঠে অন্যরকম সিধান্ত নিয়ে নেয় । এটা কোন দলীয় আন্দোলন নয় । এ এক স্বতঃস্ফূর্ত আন্দোলন যা দল মতের উরধে । জনগনের শক্তি নিয়ে প্রতারনাকে মেনে নেওয়া হবে না ।