সাধারন বাস নয়, নামী কোম্পানীর শীতাতপ নিয়ন্ত্রিত দুরপাল্লার বাস। একজন যাত্রি তাড়াহুড়া করে বাসে উঠতে গিয়ে আহত হলো। সেই বাসের ড্রাইভার-হেল্পাররা একটা সহজ সমাধান করে ফেলল, তার চিকিতসার ব্যবস্থা না করে উলটো তাকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে ঝামেলা চুকিয়ে ফেলল। কি সহজ সমাধান!! সে বাস আবার যাতা বাস নয়, ঢাকা চট্টগ্রামের মাঝে চলাচলকারী দামী কোম্পানীর শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বাস। যাত্রী সেবার মাত্রা হচ্চে মেরে ফেলে দায় শোধ!
মানূষের জীবন এখানে বড় সস্তা। প্রতিদিন কত মানুষ মৃত্যুর সংবাদ আমরা দেখে থাকি? রোড এক্সিডেন্ট এ মৃত্যু, স্বামী/শ্বসুরবাড়িতে যৌতুকের জন্য নির্যাতিত হয়ে গৃহবধুর মৃত্যু, চিকিতসা না পেয়ে রোগীর মৃত্য, পরকীয়ার জন্য স্বামী/স্ত্রী কিম্বা বাচ্চাকে খুন, পুলিশ হেফাজতে মৃত্যু আর বিখ্যাত ক্রসফায়ার! কিভাবেই না মানুষ মরছে না এই দেশে? কয়টা মৃত্যু আমাদের বিচলিত করে? কয়টা আমাদের বিবেক কে নাড়া দেয়? আমরা কয়জন একটা অন্যায় বুঝলে তার প্রতিবাদ করার চেষ্টা করি? রাস্তায় না হোক, ফেসবুকে? বাংলাদেশ ক্রিকেট দল ভাল কিম্বা খারাপ করলে, নিদেন পক্ষে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে যে হারে ফেসবুক গরম করি, তারচে অনেক বেশী কি আলোচনা/স্টাটাস/প্রতিবাদ হওয়া কি উচিত ছিল না নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র পায়েল হত্যা নিয়ে? কেন তা হয় না?
আমদের দ্বায়িত্বশীলরাই সহজ পথ খোজেন। মাদক নিয়ন্ত্রনের বাইরে, ধরে মেরে ফেল। সন্ত্রাসী? বিচার কিসের, ধরে মেরে ফেল। সরকার বিরোধী রাজনীতি করে, আন্দোলন করে, গুম করে ফেল। জীবন তো বড় সস্তা, ১৬ কোটি মানুষ থেকে ক’জন মরে গেলে কিইবা হয়!
ধর্মের নামে বোমা মেরে সাধারন মানুষ কে মেরে ফেলে তথাকথিত উগ্রবাদীরা। মতামত বিপরীত, ধরে মেরে ফেল। নাস্তিক মেরে ফেলতে চায় আস্তিক কে, আস্তিক মেরে ফেলতে চায় আস্তিক কে।
মানুষকে মেরে ফেলেই যেন সবাই তার সমস্যার সমাধান করতে চায়! এ যেন মাথা ব্যথা, তো মাথা কেটে ফেলো। আসলে মাথা ব্যাথা হলে দরকার ব্যাথার কারন খুজে বের করে তার সঠিক চিকিতসা। মানুষ মেরে ফেলা কোন সমাধান নয়। এই রক্ত নদী সবার জীবনকেই অনিরাপদ করে তুলবে। আসুন মানুষ কে বাচানোর চেষ্টা করি। প্রতিটা অন্যায়ের বিচার হোক। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ হয়ে সুবিচার প্রতিষ্ঠিত হোক। এটা সময়ে দাবী।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৩